Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

  • বগটুই মামলায় প্রাথমিক তদন্তের রিপোর্ট পেশ হাইকোর্টে। বৃহস্পতিবার প্রথম গ্রেফতার করল সিবিআই। মুম্বই থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ তাঁদের রামপুরহাটে নিয়ে যাওয়া হবে।
  • রাজভবনে রাজ্যপালের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল আলোচনা হয়।
  • গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। কিন্তু অসুস্থ হওয়ায় হাসপাতালেই ভর্তি হন তিনি। তদন্তের স্বার্থে আজ জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। আজ, শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের ২৪ জন মন্ত্রী একসঙ্গে মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। যা নিয়ে বিতর্ক শুরু ওই রাজ্যের রাজনীতিতে। অনেকে বলছেন, ১৯৬৩ সালে ‘কামরাজ পরিকল্পনা’য় অনেকটা এ রকমই হয়েছিল। তবে এ ক্ষেত্রে কী হয় সে দিকে নজর থাকবে।
  • কেরলের কন্নুরে শুরু হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। আজ তৃতীয় দিনে পড়ল তাদের এই আলোচনাচক্র।
  • ফের চাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিল, অনাস্থার প্রস্তাব বাতিল করা নিয়ে ডেপুটি স্পিকার যে ঘোষণা করেছিলেন তা অসাংবিধানিক। শনিবার দুপুর ১১টায় পাকিস্তানে ফের আস্থা ভোটের মুখে ইমরান খান।





Previous articleরাজ্যপালের ডাকে সারা দিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী, টানা ২ ঘণ্টা বৈঠক
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস