Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্রাক্তন ভারত তথা কিংবদন্তি ক্রিকেটার নরি কন্ট্রাক্টের মাথা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে সরানো হল লোহার প্লেট! ৬০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার চার্লি গ্রিফিথের বাউন্সারে আঘাতে মাথার খুলি ভেঙে গিয়েছিল নরি কন্ট্রাক্টরের।

২) আইপিএলে মহেন্দ্র সিং ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক। নির্দেশ দেওয়া হল এই বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার। বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’।

৩) আগামী ১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার  ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড। ধারে-ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার ক্লাবটিকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর।

৪) আইপিএলের নিয়ম ভাঙার কারণে শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরাহ এবং কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা। আইপিএলের নিয়ম ভাঙার কারণে আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করাও হয়েছে দুই ক্রিকেটাররকে।

৫) পি ভি সিন্ধুর জয়যাত্রা অব্যাহত। কোরিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। ভারতীয় তারকা বৃহস্পতিবার হারালেন জাপানের আয়া ওহোরিকে। ম‍্যাচের ফলাফল ২১-১৫, ২১-১০।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleWeather Forecast: চৈত্রের দাবদাহ থেকে রেহাই, পাঁচ জেলায় বৃষ্টি