Thursday, November 13, 2025

BJP বিরোধিতায় কংগ্রেস আন্তরিক নয়: সিপিএমের গলায় এবার তৃণমূলের সুর

Date:

জাতীয় রাজনীতির মঞ্চে তৃণমূলের(TMC) তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের(Congress) কোনওরকম স্বদিচ্ছা নেই। কংগ্রেস শীতঘুমে চলে গিয়েছে। তৃণমূলের সেই সুরেই এবার সুর মেলালো সিপিএম। শুক্রবার পার্টি কংগ্রেসের বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের স্বদিচ্ছা ও দায়িত্ববোধ নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন শীর্ষ দুই বাম নেতা সীতারাম ইয়েচুরি(Sitaram Yechuri) ও প্রকাশ কারাত(Prakash Karat)।

রাজ্য ও জাতীয় মঞ্চে কংগ্রেসের সঙ্গে সিপিএমের হাত ধরাধরি প্রসঙ্গে বাংলা ও কেরল লবি আড়াআড়ি ভাগ হয়েছিল আগেই। বঙ্গ সিপিএমের কংগ্রেসের প্রতি নরম ভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিন পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতেই বিজেপি বিরোধিতার মঞ্চে কংগ্রেসের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দেন ইয়েচুরি। তিনি বলেন, রাজ্য ও সর্বভারতীয় দুই ক্ষেত্রকে গুলিয়ে ফেললে চলবে না। জাতীয় ক্ষেত্রে বিজেপি দেশের জন্য বিপদ। এই সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে কংগ্রেসকে প্রয়োজন। যদিও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শতাব্দী প্রাচীন এই দলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু ভোটের আগেই এদের সঙ্গে কোনও ভাবেই জোট নয়। পরে প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়েচুরির পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হৎ দেখা যায় প্রকাশ কারাতকেও। ‘বিপদের মুখে ধর্মনিরপেক্ষ’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, কেরলে অনেক বিষয়ে কংগ্রেস-সিপিএমের মতপার্থক্য রয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষতা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন কংগ্রেস নেতৃত্বের নীরব অবস্থান বিপদ আরও বাড়াবে। কংগ্রেস নেতৃত্বের ঘুম যত তাড়াতাড়ি ভাঙবে ততই মঙ্গল।

আরও পড়ুন:‘প্রতিবাদ করলেই অত্যাচার’, মধ্যপ্রদেশে থানায় সাংবাদিক হেনস্থায় সরব অভিষেক

প্রসঙ্গত, ‘বিপদের মুখে ধর্মনিরপেক্ষ’ শীর্ষক এই আলোচনায় উপস্থিত থাকার কথা ছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের। যদিও হাইকমান্ডের নির্দেশে সেখানে উপস্থিত হননি তিনি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন প্রকাশ কারাত। তিনি জানান, কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তে বিজেপির বিরোধিতা ও ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। কারণ, বিজেপি সরকার ও সংঘ পরিবার দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধানিক অধিকারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নীরব থাকলে ভবিষ্যতে ক্ষতি হবে বলেই মনে করেন কারাত।

Related articles

বাংলায় আটকে যাবে অশ্বমেধের ঘোড়া! বিজেপিকে তোপ ঋতব্রতর

টেলিভিসনের টক শো-তে ভোটের ফল বেরোয় না। মানুষের পাশে থাকতে হয়। কারণ আসল হল জনতা। আর এই জনতার...

বিরোধীদের অভিযোগের জবাব দিতে হিমশিম, নিজের দোষও মানলেন ভলিবল সচিব

ইডেনে যখন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রস্তুতি তুঙ্গে তখন ময়দানের ভলিবল মাঠে উত্তেজনার গনগনে আঁচ। শাসক বনাম বিরোধী তরজায়...

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version