ওড়িশায় সাংবাদিক নিগ্রহ , হাত -পা বেঁধে ফেলে রাখা হল যুবককে

হাত-পা বেঁধে মারধর করে ফেলে রাখা হল সাংবাদিককে। মারের চোটে প্রবল অসুস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক । তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওড়িশায় এমনই একটি নিন্দনীয় এবং জঘন্য সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকের নাম লোকনাথ দালেই। গত বুধবার ওড়িশার বালেশ্বরে এক হোমগার্ডের সঙ্গে জনৈক সাংবাদিক লোকনাথ দালেই এর ঝামেলা হয় বলে অভিযোগ । তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এর পর নীলগিরি থানায় নিয়ে গিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে একসময় লোকনাথ প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন । তখন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানেও হাত-পায়ে চেন বেঁধে তাকে ফেলে রাখা হয়। সম্প্রতি ওই সাংবাদিকের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। তার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে । এই ঘটনার প্রবল আপত্তি জানিয়েছেন সাংবাদিকরা। সকলেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি চেয়েছেন । ওই সাংবাদিক প্রকৃতই দোষী নাকি তিনি কোন চক্রান্তের শিকার তাও প্রকাশ হওয়া দরকার । কারণ নিগৃহীত সাংবাদিকের দাবি, তাঁর এলাকায় মাদক চোরাচালান কারবার ঠেকাতে পুলিশ ব্যর্থ। এই মর্মে একটি সংবাদ পরিবেশন করার পর থেকেই পুলিশের রোষে পড়েন তিনি। ওই সাংবাদিক নীলগিরি থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। ফলে সেই ঘটনার সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Previous articleAIIMS-এর চিকিৎসকদের দিয়ে অনুব্রতকে পরীক্ষা করানোর আবেদন আদালতে করতে পারে CBI
Next articleIPL: পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস, পরপর দুই ছক্কা হাকিয়ে কী বলছেন রাহুল?