Friday, November 14, 2025

বাবার ইচ্ছে পূরণ করতে বাড়িতে বসেই হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল

Date:

ঘরে বসে নিজের হাতে আস্ত একটি হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বকপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা রেজাউল ঘরে বসেই লোহার পাত -স্ক্রু -নাট বল্টু দিয়ে সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং প্রযুক্তি কাজে লাগিয়ে হেলিকপ্টার বানাচ্ছেন রেজাউল । প্রথমটায় সকলেই শুনে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দিন যত এগোচ্ছে, রেজাউলের স্বপ্ন যতই সাকার হতে চলেছে ততই অবাক হচ্ছেন গ্রামবাসীরা। শুধু স্থানীয় বাসিন্দারাই নন এই খবর শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকরাও। রেজাউলের ঘরে এসে দেখে গিয়েছে নেই অত্যাশ্চর্য কাণ্ডকারখানা।

কিন্তু কেন হঠাৎ এমন অদ্ভুত শখ ? রেজাউল জানালেন তাঁর বাবা একদিন বলেছিলেন জীবনে এমন কিছু করো যা সারা দেশের মানুষ দেখবে। তোমার কাজের মধ্য দিয়ে সারা দেশ তোমাকে মনে রাখবে । তোমার মধ্যে সেই যোগ্যতা আছে । তুমিই পারবে সেই ব্যাতিক্রমী মানুষ হতে। বাবার কথা শুনে ভরসা পেয়েছেন মনে । আর তারপরেই শুরু করে দেন হেলিকপ্টার বানানো। রেজাউল এর শিক্ষাগত যোগ্যতা মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। কিন্তু তাতে কী ? গত পাঁচ বছর ধরে তিনি এ নিয়ে পড়াশোনা করেছেন । লাইব্রেরি থেকে বই এনে রীতিমত গবেষণা করেছেন। আর গত পাঁচ মাস ধরে হাতে-কলমে নিজের কাজ শুরু করে দিয়েছেন।

৪০ ফুট লম্বা ৫!আসনের একটি কপ্টার বানাচ্ছেন রেজাউল। এরইমধ্যে কাঠামো তৈরির কাজ হয়ে গিয়েছে। লাখ খানেক এর বেশি টাকা এরইমধ্যে খরচা হয়ে গিয়েছে সব মিলিয়ে প্রায় ১৪-১৫ লাখ টাকা খরচ পড়বে বলে অনুমান রেজাউল -এর । সম্পূর্ণ আধুনিক লোহার পাত দিয়ে হেলিকপ্টার তৈরি হচ্ছে।

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version