Monday, August 25, 2025

দিল্লির জহরলাল নেহেরু বিশ্বাবিদ্যালয়ে(JNU University) এবার পড়ুয়াদের আমিষ খাবার খেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিসদ বা এবিভিপির(ABVP) বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো সরব হয়ে উঠল বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেস সচিবকে রীতিমতো মারধর করে এবিভিপি। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের একজোট হয়ার ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। অন্যদিকে এবিভিপির দাবি, বাম ছাত্র সংগঠন হোস্টেলের রামনবমীর পুজো করতে বাধা দিচ্ছে। গোটা ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ABVP গুন্ডারা তাদের ঘৃণার রাজনীতি এবং বিভাজনমূলক এজেন্ডার মাধ্যমে কাবেরী হোস্টেলে হিংসাত্মক পরিবেশ তৈরি করেছে। তারা মেস কমিটিকে রাতের খাবারের মেন্যু পরিবর্তন করতে বাধ্য করছে এবং মেসে থাকা পড়ুয়াদের পাশাপাশি বামপন্থী ছাত্রদের উপর হামলা চালিয়েছে। মেনুতে নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারই রয়েছে। পড়ুয়ারা তাদের পছন্দের যেকোনো খাবার এখান থেকে নিতে পারে। তারপরও ABVP গুন্ডারা মেসের কর্মীদের আমিষ খাবার না রাখার দাবিতে মারধর করে।

আরও পড়ুন:পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই পাঁচ বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি!

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে জেএনইউ এবং এর হোস্টেল সবার জন্য একই। এখানে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন এলাকার এবং তাদের সংস্কৃতি, খাবার ভিন্ন, যাকে সম্মান করা উচিত। অভিযোগ করা হয়েছে, ABVP-এর এই পদক্ষেপ JNU-এর মতো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জায়গায় তাদের আধিপত্যের রাজনীতি এবং ডানপন্থী হিন্দুত্ব নীতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটানার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে যাবে। সকল পড়ুয়াদের একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version