পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! মাঝরাতে অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্টের বাইরে মোতায়েন পাক সেনা। ১৯০ নম্বর ধারা মোতাবেক ইমরানের বিরুদ্ধে আদালত অবমাননার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আস্থা ভোটে হার ইমরানের। পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী ইমরান খান যিনি আস্থা ভোটে হেরে গেলেন। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করেছেন। ইমরান বলেন, গ্রেফতার হলেও মাথা নোয়াবেন না, লড়াই করবেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিজ্ঞপ্তি জারি করে পাক প্রধানমন্ত্রীর সচিব আজম খানকে বদলির কথা জানানো হয়েছে।

ইতিমধ্যেই পাক সংসদের স্পিকার আসাদ কায়সার ও তার ডেপুটি কাসিম সুরি পদত্যাগ করলেন। ঠিক এরপরই বিরোধী দলের নেতা আয়াজ সাদিককে  অধিবেশনে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রের খবর, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চললেও, নতুন প্রধানমন্ত্রী মনোনীত করতে রবিবার দুপুর ২টায় পাক সংসদে অধিবেশন ডাকা হবে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শেহবাজ শরিফ। শেহবাজ শরিফ আগামিকাল রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন। ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

পাকিস্তানে জারি রেড অ্যালার্ট। এই মুহূর্তে সংসদের বাইরে প্রিজন ভ্যান। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি জরুরি অবস্থা। শুধু তাই নয়,  পাকিস্তানের সমস্ত বিমানবন্দরে জারি করা হল সতর্কতা। এর মাঝে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একার লড়াই করার বিবৃতি ইমরান খানের।  পাকিস্তান ছাড়তে সমস্ত সরকারি আধিকারিকদের নিষেধাজ্ঞা জারি।

আরও পড়ুন- এই উপনির্বাচন শুধু সাংসদ নির্বাচন নয়, বিজেপিকে অপসারিত করার লড়াই: অভিষেক

Previous articleMahananda: অচেনা, অজানা মহেশ্বেতা দেবী ধরা দিলেন অরিন্দম শীলের ‘মহানন্দা’য়
Next articleআমি বহিরাগত! তাহলে মোদি কী? শত্রুঘ্নর জবাবে ‘খামোশ’ সকলে