Thursday, August 28, 2025

শেষ দলগঠনের কাজ, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের লোগো প্রকাশ ১ বৈশাখ

Date:

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ফুটবলার নির্বাচনের কাজ শেষ হল রবিবার। কোচ কৃষ্ণেন্দু রায়ের তত্ত্বাবধানে ৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল ট্রায়াল। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ২৭ জন ফুটবলার। এঁদের সঙ্গে ময়দানে পরিচিত সিনিয়র কয়েক জন ফুটবলারকে দলে নেবে ক্লাব। কয়েক জনের সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছেন কোচ, কর্তারা। তাঁদের মধ্যে অন্যতম বড় ক্লাব খেলা গোলরক্ষক প্রিয়ন্ত সিং। এছাড়াও তীর্থঙ্কর সরকার, জিতেন মুর্মুর মতো চেনা ফুটবলার কোচের পছন্দের তালিকায় আছেন। এ বারের কলকাতা লিগে খেলা রেলওয়ে এফসি-র এক উইং হাফকেও দলে নিচ্ছে ক্লাব। এমপি কাপের সর্বোচ্চ গোলদাতাও থাকছেন ডায়মন্ড হারবার দলে।

ফুটবলার বাছাইয়ের কাজ প্রায় শেষ হয়ে যাওয়ায় অনুশীলন শুরুর দিনও চূড়ান্ত হয়ে গেল। ১ মে থেকে বাটা স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন। তার আগে আগামী ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন বাটা স্টেডিয়ামেই হবে বারপুজো। সেদিন ক্লাবের নতুন লোগোর আনুষ্ঠানিক প্রকাশ হবে। রবিবার শেষ হল লোগো ডিজাইন প্রতিযোগিতা। সেরা লোগো বেছে নেওয়া হবে ক্লাবের জন্য। বারপুজোর দিন বাটা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মে দিবসে অনুশীলন শুরুর আগে বিভিন্ন পজিশন ধরে স্কোয়াড চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগবে। ফুটবল দলের দায়িত্ব প্রাপ্ত এক কর্তা বললেন, ‘‘আমরা অপেক্ষা করে আছি আইএফএ-তে ক্লাবের অনুমোদনের জন্য। সেটা হয়ে গেলেই আমরা দল ঘোষণা করে দেব। তার আগে কোচের সঙ্গে বসে ঠিক করা হবে কতজন খেলোয়াড়ের স্কোয়াড তৈরি হবে। আইএফএ-তে প্লেয়ার রেজিস্ট্রেশনের ব্যাপারও আছে। অনুমোদন না আসা পর্যন্ত এগুলো সম্ভব নয়।’’ আইএফএ-তে ফোন করে জানা গেল, অভিষেকের ক্লাবের অনুমোদন সময়ের অপেক্ষা। ২৫ এপ্রিলের আগেই গভর্নিং বডির বৈঠক ডাকবে আইএফএ। সেখানেই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বঙ্গ ফুটবল সংস্থার অনুমোদন পাবে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version