চৈত্র শেষ হতে চলল, বৈশাখের ডাক এসেছে কিন্তু সঙ্গে করে কালবৈশাখী নিয়ে এল কি? হাওয়া অফিস (Weather Department) বলছে উত্তরবঙ্গের জন্য সুখবর! বজ্র বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি। এই মুহূর্তে উত্তরবঙ্গের(North Bengal) বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি( Thunderstorm) ,শিলাবৃষ্টির(hail) খবর পাওয়া যাচ্ছে উত্তর দিনাজপুর (North Dinajpur)থেকে। খানিকটা হলেও স্বস্তি ফিরল বলে মনে করছেন সেখানকার লোকেরা। যদিও দক্ষিণবঙ্গ (South Bengal)এখনও পুড়ছে সূর্যের দাপটে।

হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি (Delhi), বিগত ৫ বছরে এমন অবস্থা অনুভুত হয়নি দিল্লিবাসীর। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৪ এর গণ্ডি। তাপপ্রবাহের তেজ আরও বাড়বে জানিয়ে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু বঙ্গের জন্যও এখন কোনও বড় সুখবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। যদিও খানিক আগে পাওয়া খবর অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। সূত্র বলছে ইতিমধ্যেই উত্তর দিনাজপুরে শিলাবৃষ্টি হয়েছে, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি। আগামি ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের নেই। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি, যদিও তা অনুভূত হচ্ছে প্রায় ৩৯-৪০ ডিগ্রি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ বহুদূরে, এমনকি নববর্ষেও বৃষ্টি নেই বঙ্গের আকাশে। যদিও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদহ এই পাঁচ জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর নেই।
