Tuesday, May 20, 2025

রাত পোহালেই বালিগঞ্জ-আসানসোলে উপনির্বাচন, কড়া নিরাপত্তা কমিশনের

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচন। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই ভোটের দিকে নজর সারা দেশের। প্ৰাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা থেকে সাংসদ পদ প্রত্যাহার করা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে এই অকাল নির্বাচন। ১৬ এপ্রিল হবে ভোট গণনা।

দুটি কেন্দ্রই স্পর্শকাতর হওয়ায় বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছে নির্বাচন কমিশন। ১৩৩ কোম্পানির সঙ্গে আরও পাঁচ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বালিগঞ্জে ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর। ১০০ শতাংশ বুথেই CCTV নজরদারি থাকবে। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।

এই প্রথমবার ৫০ শতাংশ বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি থেকে নির্বাচন কমিশনের আধিকারিকেরা সরাসরি নজরদারি করতে পারবেন। বাকি বুথে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

আরও পড়ুন- বাবুঘাট থেকে সরে কোথায় যাচ্ছে বাসস্ট্যান্ড? কী নির্দেশ পরিবহন দফতরের

spot_img

Related articles

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...