Monday, May 19, 2025

Group-D নিয়োগ দুর্নীতি মামলা: বিস্ফোরক রিপোর্ট রঞ্জিত বাগের তদন্ত কমিটির

Date:

গ্রুপ-ডি(Group D) নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার বিস্ফোরক রিপোর্ট পেশ করল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। এই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে গ্রুপ-ডি নিয়োগে ৬০৯ টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। আর তা দেওয়া হয়েছিল কমিটির প্রাক্তন উপদেষ্টা-সহ একাধিক পদাধিকারীদের নির্দেশেই। এর পাশাপাশি এদিন নিজের অসুস্থতার কারণ দেখিয়ে গ্রুপ সি(Group C) নিয়োগ দুর্নীতি(Corraption) কমিটি থেকে এদিন সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ(Ranjit Kumar Bug)।

সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তদন্ত কমিটির তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয় সেখানে বলা হয়েছে, তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে ৫ সদস্যের কমিটি গঠন করে দেয় তা সম্পূর্ণ বেআইনি। রাজ্য সরকারের সঙ্গে এই কমিটির সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তদন্তকারীরা। রিপোর্টের দাবি, চেয়ারম্যানকে না জানিয়েই দেওয়া হত এই সুপারিশ। এবং এই সুপারিশপত্রের হিসাব রাখার জন্য ছিল আলাদা রেজিস্টার।

আরও পড়ুন:G d Birla : জিডি বিড়লা স্কুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

এর পাশাপাশি রিপোর্টে দাবি করা হয়েছে, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্য ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছেন। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিৎ বলে জানানো হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। শুধু তাই নয়, এসএসসির কর্মী-আধিকারিক সুবীরেশ ভট্টাচার্য, শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। এফআইআর দায়ের করারও সুপারিশ করেছে এই তদন্তকারী কমিটি।

Related articles

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...
Exit mobile version