Tuesday, November 11, 2025

হাঁসখালি ধর্ষণকাণ্ডে নির্যাতিতার প্রেমিক সোহেল গয়ালি সহ গ্রেফতার ৩

Date:

নদিয়ার হাঁসখালিতে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার অবশেষে গ্রেফতার নির্যাতিতার প্রেমিক সোহেল গয়ালি সহ ৩জন। অভিযোগ পাওয়ার পর থেকেই কিশোরীর ধর্ষণ ও মৃত্যু ঘটনায় অভিযুক্তদের ধরপাকড়ে তৎপরতা শুরু করে পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার প্রেমিক সোহেলকে আটক করে পুলিশ। রবিবার রাতভর জেরার পর অবশেষে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে সোহেলকে। একইসঙ্গে তার দুই বন্ধুকেও আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:হাঁসখালি : জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

ঠিক কী ঘটেছিল?

নির্মম এই ঘটনা গত সোমবারের। এলাকার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা। জন্মদিনের পার্টিতে ওই নাবালিকাকে ধর্ষণের পর বাড়িতে ফেলেই চম্পট। মধ্যরাতে মৃত্যু হয় নির্যাতিতার। প্রমাণ লোপাট করতে মৃত্যুর পর তড়িঘড়ি ওই নাবালিকার মৃতদেহ দাহ করতে বাধ্য করা হয় পরিবারকে। পাড়াপড়শি ডেকে জোর জবরদস্তি দেহ দাহ করা হয় বলে অভিযোগ।

পুলিশের কাছে দেওয়া নির্যাতিতার পরিবারের বয়ান অনুযায়ী, ঘটনার দিন বিকাল চারটে নাগাদ বন্ধুর বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয় সে। তারপর সন্ধ্যা সাতটা নাগাদ এক মহিলার সঙ্গে বাড়িতে আসে ওই নাবালিকা। তারপরই সে অসুস্থ হয়ে পড়ে। তবে ওই মহিলা নাবালিকাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে বলে যান, যাতে দ্রুত চিকিৎসা করানো হয়। ততক্ষণে তলপেটের ব্যথায় কার্যত অচৈতন্য হয়ে পড়তে থাকে ওই নাবালিকা। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন, নাবালিকার অবস্থা সঙ্কটজনক। অতিরিক্ত রক্তক্ষরণই তার একমাত্র কারণ। গোটা বিষয়টি পরিবারের কাছে স্পষ্ট হতে থাকে। প্রাথমিক চিকিৎসার পর ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই মৃত্যু হয় ওই নাবালিকার।

মৃত্যুর পর হঠাৎ নির্যাতিতার বাড়িতে হাজির হয়ে যায় এলাকারই বেশকিছু যুবক। নাবালিকার সৎকার করাতে তৎপরতা শুরু করে তারা। নাবালিকার বাড়ি থেকে সামান্য কিছু দূরেই এক শ্মশানের কোনও ডেথ সার্টিফিকেট ছাড়াই দাহ করা হয় দেহ। এমনকি আগুন নিভিতে দ্রুত সরিয়ে ফেলা হয় ছাইও। ঘটনার রাতেই শ্মশানের ওই এলাকা পুরো সাফ বলে অভিযোগ।

ঘটনার কথা কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও নাবালিকার পরিবারকে হুমকি দেওয়া হয়। কিন্তু গতকাল, রবিবার সাহস করে চাইল্ড লাইন ও হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। ঘটনার পরই আটক করা হয় মূল অভিযুক্ত কিশোরীর প্রেমিককে। এরপর রাতভর জেরার পর গ্রেফতার করা হয় তাকে।

কারা কারা ঘটনার দিন নাবালিকার প্রেমিক সোহেলের জন্মদিনের পার্টিতে ছিল, পার্টি শেষে যে মহিলা নির্যাতিতাকে তার বাড়িতে পৌঁছে দিল, মৃত্যুর পর আচমকা কারা বাড়িতে তড়িঘড়ি মৃতদেহ সৎকারে উদ্যত হল, সেই সমস্ত তথ্যের খোঁজে পুলিশ। নির্যাতিতার প্রেমিক-সহ তিনজনকে জেরা করে এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version