Monday, August 25, 2025

বাংলায় আরও বিনিয়োগ, গর্ব করুন: অত্যাধুনিক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বাংলাকে নিয়ে গর্ব করুন। বিশ্বমানের আধুনিক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মা উড়ালপুলের পাশে ২২.৩৫ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। এখানে বিশ্বমানের অত্যাধুনিক পরিষেবা রয়েছে। ৩ লক্ষ মানুষ একসাথে আসতে পারবেন। এখন বাংলার জিনিস প্রদর্শনের জন্য বাইরে যেতে হবে না। এখানে রয়েছে আধুনিক ফুড কোর্ট (Food Court)-সহ পার্কিং-এর সুব্যবস্থা। সারা পৃথিবীতে দেখার মতো জায়গা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন- জানান মুখ্যমন্ত্রী।

এরপর রাজ্যের একের পর সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

• ১০০দিনের কাজে বাংলা প্রথম স্থান অধিকার করেছে।
• MSME-তে বাংলা ১ নম্বর।
• চর্মশিল্পেও বাংলা প্রথম।

গত দুবছর কোভিডের জন্য BGBS করা যায়নি, এবছর BGBS হচ্ছে। ১৯ তারিখ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে BGBS শুরু হবে এবং চলবে ২১ তারিখ পর্যন্ত। এই বাণিজ্য সম্মলনের মাধ্যমে আগামী দিনে আরও বিনিয়োগ হবে বলে আশাবাদী মমতা।

আরও পড়ুন:অনেক সংবাদ মাধ্যম ‘মিডিয়া ট্র্যায়াল’ করছে: তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে ধনধান্যে স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী জানান, আলিপুরে শঙ্খের আদলে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। ৭২ হাজার কোটি টাকার জঙ্গল সুন্দরী প্রজেক্টে হচ্ছে। দেউচা পঁচামিতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়াও রাজ্যের হাতে রয়েছে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তাজপুর বন্দরের মতো প্রকল্প। শিল্প ও কর্ম সংস্থানের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version