Tuesday, November 4, 2025

ভারতীয় বায়ুসেনার(Indian Air Force) লাইটওয়েট হেলিকপ্টার (Helicopter) ধ্রুব (Dhruv) থেকে ছোড়া অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ( Anti-tank Guided Missile) হেলিনা-র ( Helina) লক্ষ্যভেদ সফল হয়েছে।

সোমবার রাজস্থানের পোখরান পরীক্ষাকেন্দ্রে ভারতীয় বায়ুসেনার লাইট হেলিকপ্টার ধ্রুব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হেলিনা সফলভাবে লক্ষ্যভেদ করলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ডিআর ডিও(DRDO), ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং সেনা যৌথভাবে এই পরীক্ষার আয়োজন করেছিল।

হেলিনা ক্ষেপণাস্ত্রটি ডিআর ডিও-র তৈরি অন্যতম বিধ্বংসী তৃতীয় প্রজন্মের মিসাইল। এই মিসাইলটি হালকা এবং সহজেই বহনযোগ্য। এতে ব্যবহৃত ইনফ্রারেড রশ্মি খুব দ্রুত শত্রু ট্যাঙ্কারকে চিন্হিত করে। এইদিন পোখরানে ইনফ্রারেড ইমাজিনিং রশ্মি (IIR) এর মাধ্যমে টার্গেট লক করে লক্ষ্যভেদ করা হয়। এর রেঞ্জ ৭  কিলোমিটার থেকে 20 কিলোমিটার। ডি আর ডিও জানিয়েছে দিন রাতের যে কোনও সময় বা যে কোনও  আবহাওয়ায় এই হেলিনা সিস্টেম কাজ করতে সক্ষম।

আরও পড়ুন:পার্থকে হাজিরার সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ভারতীয় সংস্থা অ্যারোনটিক লিমিটেড ধ্রুব হেলিকপ্টারটি তৈরি করেছে। গত দেড় দশক ধরে ভারতীয় সেনার ব্যবহৃত দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগের হেলিকপ্টারবাহী সংস্করণ হল হেলিনা। সীমান্তে শত্রুদেশের মোকাবিলা করতে এই মিসাইল  ভারতীয় সেনার শক্তি যে অনেকটা বাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই। এই মিসাইলটি ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনা দুই বাহিনীতেই যুক্ত হবে। বায়ুসেনার ক্ষেত্রে এই মিসাইলের নাম ধ্রুবাস্ত্র।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version