Friday, August 29, 2025

ভারতীয় বায়ুসেনার(Indian Air Force) লাইটওয়েট হেলিকপ্টার (Helicopter) ধ্রুব (Dhruv) থেকে ছোড়া অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ( Anti-tank Guided Missile) হেলিনা-র ( Helina) লক্ষ্যভেদ সফল হয়েছে।

সোমবার রাজস্থানের পোখরান পরীক্ষাকেন্দ্রে ভারতীয় বায়ুসেনার লাইট হেলিকপ্টার ধ্রুব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হেলিনা সফলভাবে লক্ষ্যভেদ করলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ডিআর ডিও(DRDO), ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং সেনা যৌথভাবে এই পরীক্ষার আয়োজন করেছিল।

হেলিনা ক্ষেপণাস্ত্রটি ডিআর ডিও-র তৈরি অন্যতম বিধ্বংসী তৃতীয় প্রজন্মের মিসাইল। এই মিসাইলটি হালকা এবং সহজেই বহনযোগ্য। এতে ব্যবহৃত ইনফ্রারেড রশ্মি খুব দ্রুত শত্রু ট্যাঙ্কারকে চিন্হিত করে। এইদিন পোখরানে ইনফ্রারেড ইমাজিনিং রশ্মি (IIR) এর মাধ্যমে টার্গেট লক করে লক্ষ্যভেদ করা হয়। এর রেঞ্জ ৭  কিলোমিটার থেকে 20 কিলোমিটার। ডি আর ডিও জানিয়েছে দিন রাতের যে কোনও সময় বা যে কোনও  আবহাওয়ায় এই হেলিনা সিস্টেম কাজ করতে সক্ষম।

আরও পড়ুন:পার্থকে হাজিরার সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ভারতীয় সংস্থা অ্যারোনটিক লিমিটেড ধ্রুব হেলিকপ্টারটি তৈরি করেছে। গত দেড় দশক ধরে ভারতীয় সেনার ব্যবহৃত দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগের হেলিকপ্টারবাহী সংস্করণ হল হেলিনা। সীমান্তে শত্রুদেশের মোকাবিলা করতে এই মিসাইল  ভারতীয় সেনার শক্তি যে অনেকটা বাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই। এই মিসাইলটি ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনা দুই বাহিনীতেই যুক্ত হবে। বায়ুসেনার ক্ষেত্রে এই মিসাইলের নাম ধ্রুবাস্ত্র।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version