Tuesday, May 20, 2025

Wriddhiman: চলতি মাসেই হতে পারে ঋদ্ধিমান সাহা বনাম সাংবাদিকের হুমকি বিতর্ক নিয়ে ফয়সালা :সূত্র

Date:

চলতি মাসেই হতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বনাম সাংবাদিকের হুমকি বিতর্ক নিয়ে ফয়সালা। সূত্রের খবর, আগামী ২৩ এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। তার আগেই তিন সদস্যের কমিটির কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়ে ছিল। ২৩ তারিখ সেই রিপোর্ট খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে অ্যাপেক্স কাউন্সিল।

গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধিমান সাহা। সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি লেখেন, এক সাংবাদিক তাকে হুমকি দিচ্ছেন। সেই নিয়ে ঋদ্ধি লেখেন,” ভারতীয় ক্রিকেটে আমার অবদানের পর এমন ব্যবহার প্রাপ্য আমার এক ‘সম্মানীয়’ সাংবাদিকের থেকে! এটা সাংবাদিকতা?”

সেই টুইটের পর নড়েচড়ে বোসে বোর্ড। একাধিক ক্রিকেটার ঋদ্ধির পাশে দাঁড়ান। তাঁরা সেই সাংবাদিকের নাম বলতে বলেন। কিন্তু ঋদ্ধি সেই সাংবাদিকের ক্ষতি চাননি। তাই বোর্ড ছাড়া কাউকে নাম জানাননি তিনি। এরপরই তিন সদস্যের কমিটি গঠন করে বোর্ড। কমিটিতে রয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং। তাঁদের কাছেই সেই সাংবাদিক সম্পর্কে সব তথ্য দেন ঋদ্ধি।

বোর্ড কমিটির সামনে ঋদ্ধির বয়ানের পরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন ওই সাংবাদিক। একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ঋদ্ধিমান সাহা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট বিকৃত করে প্রকাশ করেছেন। তিনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন।

আরও পড়ুন:Mumbai city Fc: অনন্য নজির গড়ল মুম্বই সিটি এফসি, প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ম‍্যাচ জিতল তারা

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version