Saturday, August 23, 2025

রাজনাথ-জয়শঙ্করকে মঞ্চে নিয়ে রাশিয়া থেকে অস্ত্র না কেনার বার্তা মার্কিন বিদেশসচিবের

Date:

রাশিয়া(Russia) থেকে ভারতের(India) তেল কেনার ঘটনায় আগেই আপত্তি জানিয়েছিল আমেরিকা(America)। এবার রুশ অস্ত্র কেনায় আপত্তির কথা জানালেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। শুধু তাই নয়, যে মঞ্চে তিনি এই বার্তা দিলেন সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও বিদেশ মন্ত্রী। রাষ্ট্রনেতাদের এই বৈঠকের পর যৌথ সম্মেলনে অংশ নেন তারা। সেখানেই মার্কিন বিদেশ সচিব কে প্রশ্ন করা হয় রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার জন্য ভারতের উপর কি নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা? উত্তরে ব্লিঙ্কেন বলেন, “রাশিয়া ইউক্রেনে যা করছে সেই কথা মাথায় রেখে আমি সব দেশের কাছে আরজি জানাচ্ছি তারা যেন রাশিয়া থেকে অস্ত্র না কেনে। এখনও CAATSA আইনে কোনও নিষেধাজ্ঞা জারি হবে না ছাড় দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথা স্বীকার করে নিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেন, “ভারত-রাশিয়া সম্পর্ক এমন একটা সময়ে তৈরি হয়েছে যখন আমরা ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সক্ষম বা ইচ্ছুক ছিলাম না। কিন্তু এখন আমরা ভারতের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক তৈরি করতে সক্ষম এবং আগ্রহী।”

আরও পড়ুন:আসানসোলের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রার রিগিংয়ের অভিযোগ নাকচ কমিশনের

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথম দেশ হিসেবে রাশিয়ার থেকে এস-৪০০ কেনার চুক্তি করে চিন। উপর পুতিনের সঙ্গে বিষয়ে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইমতো ২০১৮ সালের অক্টোবরে ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৫টি এস-৪০০ কেনার চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। সঙ্গে সঙ্গেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন এর ফলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে। তবে সম্প্রতি পরিস্থিতির বিচারে রাশিয়ার থেকে এবার অস্ত্র না কেনার জন্য আবেদন জানাল আমেরিকা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version