Sunday, May 4, 2025

১৮ বছর আগের সেই ঘটনা, বইমেলা থেকে ফেরার পথে বাংলা অ্যাকাডেমির (Bangla Academy)উলটো দিকের ফুটপাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University)অধ্যাপক হুমায়ুন আজাদের (Humayun Azad)উপর হামলা। অভিযোগের আঙ্গুল ওঠে পাঁচজনের দিকে। মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহিদ, সালেহিন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামিম এবং হাফিজ মাহমুদ। প্রত্যেকেই জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (JMB)সদস্য।এর মধ্যে হাফিজ আর বেঁচে নেই। এবার সেই মামলায় রায় দিল আদালত। অভিযুক্ত ৪ জনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিল ঢাকা আদালত (Dhaka Highcourt)।

 

ধর্ষণের প্রতিবাদীরা ‘নপুংসক’: ফের বিতর্কিত মন্তব্য কবীর সুমনের

অধ্যাপক হুমায়ুন আজাদ (Humayun Azad)বরাবরই তাঁর লেখার জন্য হুমকি পেতেন বলে জানা যায়। ২০০৪ সালে তাঁর লেখা উপন্যাস ‘পাক সার জমিন সাদ বাদ’ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। তারপর থেকেই জেএমবির(JMB) রোষানলে পড়েন তিনি। জেএমবি শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নির্দেশেই আক্রান্ত হন হুমায়ুন আজাদ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করা হয় বলে জানা যায়। কয়েক মাস চিকিৎসার পর আগস্টে গবেষণার জন্য জার্মানিতে যান তিনি। ওই বছরেরই ১২ আগস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মামলাটি হত্যা মামলা হিসেবে দায়ের হয়।

২০০৯ সালের ৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলার বিচার শুরু হয়। বাবার খুনের বিচার চেয়ে আদালতে সাক্ষ্য দেন হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ। তিনি আদালতকে বলেন, যে তাঁর বাবা একজন প্রথাবিরোধী লেখক। তিনি অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিবুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন। তিনি কোনও দলাদলিতে ছিলেন না। তিনি অনেক উপন্যাস-প্রবন্ধ লেখেন, যা মৌলবাদীরা না পড়ে বিরোধিতা করতেন। তবে আদালত সাজা ঘোষণা করলেও সালেহিন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামিম এখনও পলাতক।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version