Monday, May 5, 2025

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি

Date:

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে পাইলটদের উপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ওই পাইলটরা অন্য বিমান চালাতে পারবেন।

বর্তমানে স্পাইসজেটের মোট পাইলটের সংখ্যা ৬৫০। দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রধান অরুণ কুমার জানিয়েছেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার কারণ ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে গেলে যে ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার ওই পাইলটদের তা নেই। ওই পাইলটদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অবশ্য তাঁরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন। তবে প্রশিক্ষণ চলাকালীন ওই পাইলটরা যথারীতি অন্য বিমান চালাতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি ম্যাক্স ৭৩৭ বিমানটি একাধিকবার দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনার জেরে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা ওই মডেলের বিমানে বেশ কিছু পরিবর্তন করে। ওই পরিবর্তনের পরে ভারত সরকার বোয়িং ৭৩৭ ম্যাক্স চালানোর অনুমতি দেয়। ২০২১ সালের অগাস্ট থেকে ভারতে ফের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড়তে শুরু করেছে। কিন্তু মার্কিন সংস্থা বিমানের মডেলে পরিবর্তন করার পর আর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার ১১টি ৭৩৭ ম্যাক্স বিমান আছে। এই বিমানগুলি চালানোর জন্য ১৪৪ জন প্রশিক্ষিত পাইলটের প্রয়োজন। তবে এই মুহূর্তে তাঁদের হাতে যথেষ্ট সংখ্যক পাইলট আছেন। তাই ৯০ জন পাইলটকে বোয়িং ৭৩৭ বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতে পাঠানো হলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন- মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version