Monday, May 5, 2025

মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

Date:

সম্প্রতি কর্নাটকের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় নিন্দা করে ইয়েদুরাপ্পা বলেছেন দয়া করে মুসলিমদের শান্তিতে থাকতে দিন। ইয়েদুরাপ্পার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক ও নেতা। বিষয়টি নিয়ে পদ্ম শিবিরে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে।

সম্প্রতি কর্নাটকের মুসলিম সম্প্রদায়ের উপর একের পর এক বিধিনিষেধ জারি করেছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্য সরকারের এই খামখেয়ালি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এবার বিরোধীদের সুরেই সুর মেলালেন ইয়েদুরাপ্পা। বরং আরও একধাপ এগিয়ে এই প্রবীণ বিজেপি নেতা বলেছেন, রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে যা করা হচ্ছে সেটা ঠিক না। গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ কখনওই সমর্থন যোগ্য নয়। মুসলিমরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সরকারের উচিত সে বিষয়টি নিশ্চিত করা। কয়েকদিন আগে কর্নাটকের ধারওয়াড়ে একটি মন্দিরের বাইরে একজন মুসলিম ফল বিক্রেতার গাড়ি ভাঙচুর করে হিন্দু সংগঠনের সদস্যরা। ওই ঘটনায় নিন্দা করেছেন ইয়েদুরাপ্পা। একই সঙ্গে তিনি হিন্দু সংগঠনগুলিকে এ ধরনের ঘৃণ্য কাজ না করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপি বাসবরাজ বোম্বাইকে কর্নাটকে মুখ্যমন্ত্রী করেছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইয়েদুরাপ্পা। সে কারণেই তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন যা দলকে চরম অস্বস্তিতে ফেলেছে।

আরও পড়ুন- আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, অবস্থানে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version