Wednesday, August 27, 2025

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি

Date:

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে পাইলটদের উপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ওই পাইলটরা অন্য বিমান চালাতে পারবেন।

বর্তমানে স্পাইসজেটের মোট পাইলটের সংখ্যা ৬৫০। দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রধান অরুণ কুমার জানিয়েছেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার কারণ ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে গেলে যে ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার ওই পাইলটদের তা নেই। ওই পাইলটদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অবশ্য তাঁরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন। তবে প্রশিক্ষণ চলাকালীন ওই পাইলটরা যথারীতি অন্য বিমান চালাতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি ম্যাক্স ৭৩৭ বিমানটি একাধিকবার দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনার জেরে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা ওই মডেলের বিমানে বেশ কিছু পরিবর্তন করে। ওই পরিবর্তনের পরে ভারত সরকার বোয়িং ৭৩৭ ম্যাক্স চালানোর অনুমতি দেয়। ২০২১ সালের অগাস্ট থেকে ভারতে ফের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড়তে শুরু করেছে। কিন্তু মার্কিন সংস্থা বিমানের মডেলে পরিবর্তন করার পর আর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার ১১টি ৭৩৭ ম্যাক্স বিমান আছে। এই বিমানগুলি চালানোর জন্য ১৪৪ জন প্রশিক্ষিত পাইলটের প্রয়োজন। তবে এই মুহূর্তে তাঁদের হাতে যথেষ্ট সংখ্যক পাইলট আছেন। তাই ৯০ জন পাইলটকে বোয়িং ৭৩৭ বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতে পাঠানো হলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন- মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version