Wednesday, August 20, 2025

মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন, রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন : কুণাল

Date:

রাজ্যপাল ধারাবাহিকভাবে রাজ্যের যে রূপরেখা তৈরি করে দিচ্ছে তা ঠিক নয়। ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

কুণাল এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “আইনশৃঙ্খলায় দেশের মধ্যে অন্যতম বাংলা। এই পরিস্থিতিতে চাইনা কোনও আপত্তিকর ঘটনা।  মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন। আইন আইনের মতো চলছে। এরপরেও রাজ্যপাল ধারাবাহিকভাবে  রাজ্যের রূপরেখা তৈরি করে দিচ্ছে তা ঠিক নয়। একটা ঘটনার প্রেক্ষিতে সরকার কী করছে তা দিয়েই তো সরকারের কাজকর্ম বিচার হয়। পুলিশ এক্ষেত্রে রং না দেখে গ্রেফতার করছে।”

কুণাল তোপ দেগে বলেন, “রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন। মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করছেন। এটা সামাজিক অপরাধ। এর সঙ্গে রাজনেৈতিক কোনও সম্পর্ক নেই। রাজ্যপাল ঘুম থেকে উঠে শুধু টুইট করেন। মূল্য উদ্দেশ্য কী। বাংলার উন্নয়ন তো ট্যুইট করে না। এই কুৎসা অপপ্রচার থামাতে হবে৷”

তিনি বলেন, “সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দায়ী করছে না। অধিকাংশ মানুষ তৃণমূল হলে তাহলে কী দোষ! মুখ্যমন্ত্রী কোথাও তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেনি। ”

বিজেপি কুৎসিত রাজনীতি করছে বলে এদিন জানান কুণাল। তাঁর কথায়, “একটি মেয়ে মারা গিয়েছে সকলে দুঃখপ্রকাশ করেছে। পুলিশ যথাযথ তদন্ত করছিল। কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরে কী করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং করা হল। বিজেপি তদন্তকে প্রভাবিত করার জন্য এটা করা হয়েছে। সিবিআই যাতে আসল সত্যির কাছাকাছি যেতে না পারে।  আসলে এদের সিবিআইয়ের ওপর আস্থা নেই।  এরা তো উন্নাও,  হাথরাসের রাজ্যের লোক।”

Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...
Exit mobile version