অসুস্থ অনুব্রত, হাসপাতালে গেলেন শতাব্দী রায়

অসুস্থ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিকিৎসাধীন রয়েছেন কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে হাসপাতালে গেলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (TMC MP Shatabdi Roy)।

৬ এপ্রিল সকালে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা দিতে পারেননি। সে দিনই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ফুসফুসে জল জমা, ডায়াবিটিস ও অণ্ডকোষে সংক্রমণ-সহ আরও বেশ কিছু সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। চিকিৎসা চলছে। সুস্থ হতে সময় লাগবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: শীঘ্রই চালু হবে স্কাইওয়াক: রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাটে পুজো মুখ্যমন্ত্রীর

এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে বীরভূমের তৃণমূল সভাপতিকে (Anubrata Mondal) দেখতে হাসপাতালে পৌঁছন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। সেখানে উডবার্নের ২১১ নম্বর কেবিনে অনুব্রত মণ্ডলকে দেখে আসেন। বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে আসেন তিনি।