Tuesday, August 26, 2025

একদিকে দুষ্কৃতীদের কাছে যেমন তিনি ভয়ঙ্কর, অন্যদিকে শিশুদের কাছে তিনি শিক্ষক। কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করেন, তেমনি তাঁর মানবিকতার রূপও ফুটে উঠেছে। তিনি কলকাতা পুলিশের সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ। শত কাজের মধ্যেও এক গরিব শিশুকে পড়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি। পথের ধারেই চলে পড়াশোনা, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

আরও পড়ুন:Fire: অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৬

এর আগেও কলকাতা পুলিশের নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। আবারও বালিগঞ্জের আইটিআইয়ের এক ট্রাফিক সার্জেন্টের ভূমিকায় শহরবাসী রীতিমত মুগ্ধ। যান চলাচল নিয়ন্ত্রণের কাজ তাঁরই কাঁধে।  ডিউটির জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে বছর আটেকের এক খুদেকে দেখেন ট্রাফিক সার্জেন্ট প্রকাশ ঘোষ। খুদেটির মা একটি খাবারের দোকানে কাজ করেন। ছেলেকে মানুষ করবেন বলে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁর মা। কিন্তু ছেলের পড়াশুনায় মন নেই। একদিন কথা বলতে বলতে এমনটাই ওই ট্রাফিক সার্জেন্টকে বলেন খুদেটির মা। এরপরই মায়ের অমনোযোগী ছেলের শিক্ষক হয়ে ওঠেন প্রকাশ।


রাস্তায় চলে পড়াশুনো। একদিন নয়, রোজই নিয়ম করে রাস্তায় দাঁড়িয়ে  খুদেটিকে পড়ান তিনি। কখনও আবার লিখতেও দেন। ভুল হলে তা শুধরেও দেন। তাঁর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।কলকাতা পুলিশের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। ট্রাফিক সার্জেন্টকে ধন্যবাদও জানিয়েছেন খুদেটির মা।


Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version