Monday, November 3, 2025

একদিকে দুষ্কৃতীদের কাছে যেমন তিনি ভয়ঙ্কর, অন্যদিকে শিশুদের কাছে তিনি শিক্ষক। কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করেন, তেমনি তাঁর মানবিকতার রূপও ফুটে উঠেছে। তিনি কলকাতা পুলিশের সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ। শত কাজের মধ্যেও এক গরিব শিশুকে পড়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি। পথের ধারেই চলে পড়াশোনা, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

আরও পড়ুন:Fire: অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৬

এর আগেও কলকাতা পুলিশের নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। আবারও বালিগঞ্জের আইটিআইয়ের এক ট্রাফিক সার্জেন্টের ভূমিকায় শহরবাসী রীতিমত মুগ্ধ। যান চলাচল নিয়ন্ত্রণের কাজ তাঁরই কাঁধে।  ডিউটির জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে বছর আটেকের এক খুদেকে দেখেন ট্রাফিক সার্জেন্ট প্রকাশ ঘোষ। খুদেটির মা একটি খাবারের দোকানে কাজ করেন। ছেলেকে মানুষ করবেন বলে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁর মা। কিন্তু ছেলের পড়াশুনায় মন নেই। একদিন কথা বলতে বলতে এমনটাই ওই ট্রাফিক সার্জেন্টকে বলেন খুদেটির মা। এরপরই মায়ের অমনোযোগী ছেলের শিক্ষক হয়ে ওঠেন প্রকাশ।


রাস্তায় চলে পড়াশুনো। একদিন নয়, রোজই নিয়ম করে রাস্তায় দাঁড়িয়ে  খুদেটিকে পড়ান তিনি। কখনও আবার লিখতেও দেন। ভুল হলে তা শুধরেও দেন। তাঁর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।কলকাতা পুলিশের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। ট্রাফিক সার্জেন্টকে ধন্যবাদও জানিয়েছেন খুদেটির মা।


Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version