IPL: আইপিএলে করোনার থাবা, আক্রান্ত দিল্লি দলের ফিজিও

আইপিএলের পক্ষ থেকে জানানো হয় এবারের প্রতিযোগিতায় প্রথম কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলেন।

আইপিএলে (IPL) করোনার (Corona) থাবা। করোনায় আক্রান্ত ঋষভ পন্থের ( Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের ( Delhi Capitals) ফিজিও প্যাট্রিক ফারহার্ট। শুক্রবার এমনটাই জানান হয় আইপিএলের পক্ষ থেকে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয় এবারের প্রতিযোগিতায় প্রথম কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। গত বছর একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। এরপর মরশুমের বাকি ম‍্যাচ গুলো হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।

শুক্রবার আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় প্রথম কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। এই মুহূর্তে দিল্লি দলের চিকিৎসকরা ফারহার্টকে পর্যবেক্ষণ করছেন। দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছে শনিবার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার কথা তাদের।

চলতি বছর করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের রক্ষা করতে মহারাষ্ট্রের চারটি মাঠে আয়োজন করা হয়েছিল আইপিএল। তবুও আটকানো গেল না সেই করোনা সংক্রমণ। সেই বাঁধা টপকে করোনা হানা আইপিএলে।

আরও পড়ুন:Atk Mohunbagan: ঢাকা আবাহনীকে গুরুত্ব জুয়ানের, কৃষ্ণা না থাকায় দলের আক্রমণভাগের শক্তি কমবে, বললেন বাগান কোচ

Previous articleধর্ষণের চেষ্টার অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা, আশঙ্কাজনক নাবালিকা
Next articleProsenjit- Ditipriya: প্রসেনজিৎ দিতিপ্রিয়ার সম্পর্কের ঝলক মিলল পয়লা বৈশাখেই