ব্যাপক ঝড় কোচবিহারের তুফানগঞ্জের (Tufanganj Storm) ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়ায়। ক্ষতি হয়েছে একশোরও বেশি বাড়ির। ভেঙে পড়েছে গাছপালা। এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা।

আরও পড়ুন-নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল
গতকাল, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আশ্রম পাড়ায় (Tufanganj Storm) শুরু হয় ব্যাপক ঝড়- বৃষ্টি। প্রায় ১০ মিনিট চলে আই দুর্যোগ। তার জেরে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। বহু বাড়ির বাড়ির টিনের চাল উড়ে যায়। কোনও কোনও বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে একশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর পেয়ে তৎপর প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা এবং তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
