Tuesday, May 6, 2025

বছরের প্রথম দিনে জমজমাট তারাপীঠ-দক্ষিণেশ্বর

Date:

Share post:

তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, পুণ্যার্থী ও ব্যবসায়ীদের ভিড়ে জমে উঠল বাংলা বছরের প্রথম দিন। মন্দির খোলামাত্র পুজো দিতে উপচে পড়া ভিড় দেখা গেল শুক্রবার। মন্দিরে ভিড় জমালেন সাধারণ মানুষ। পাশাপাশি আজ থেকেই সম্পূর্ণভাবে খুলে দেওয়া হল বেলুড় মঠও।

পরিবারের শান্তি ও আরোগ্য কামনায় এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য অগুন্তি মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এপ্রিল মাসের অসহ্য গরম উপেক্ষা করেও আজ পুজো দেওয়ার লম্বা লাইন পড়ে।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ভোর চারটের সময় মায়ের মন্দির খোলার পর মাকে মহাস্নান করানো হয়। সাড়ে পাঁচটা নাগাদ মঙ্গলারতি হয়। তারপরই ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। দু’বছর পর পর্যটক ও ব্যবসায়ীদের আবার এরকম ভিড় দেখা গেল। হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল গিরি বলেন, বাংলা বছরের শুরুতে খুব ভাল ব্যবসা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনের ছুটি ছিল। ওদিন থেকেই ভিড় শুরু হয়েছে। রবিবার পর্যন্ত টানা ছুটি। তারাপীঠে তাই বহু পর্যটক ও পুণ্যার্থী এসেছেন। উল্লেখ্য, বাংলা নববর্ষের প্রথম দিনে নয়া খেরোর খাতায় নাম তোলা হয়। হয় হালখাতার উৎসব। লাল শালুতে মোড়া, মোটা মোটা নতুন ‘হালখাতা’ ঘিরেই আহ্লাদে মেতে ওঠে আমবাঙালি। স্থানীয় ব্যবসায়ীরা মায়ের কোলে রাখা গণেশ ও লক্ষ্মীর পায়ে হালখাতা ঠেকিয়ে নেন। তারপর পুরোহিত মন্ত্রোচ্চারণ করে খাতার পাতায় স্বস্তিকা চিহ্ন এঁকে নববর্ষে হালখাতার সূচনা করেন। তবে পয়লা বৈশাখ মানে শুধু হালখাতাই নয়, আছে মিষ্টি-ক্যালেন্ডার-কার্ড-ঠান্ডা পানীয়র ব্যবসা। সেই সঙ্গে ফল-ফুল-পুজো-পুরোহিত। সব মিলিয়ে তাই বছরের প্রথম দিনেই জমজমাট হয়ে উঠল তারাপীঠ।

আরও পড়ুন- জলখাবার দিতে দেরি করার অপরাধে পুত্রবধূকে গুলি  শ্বশুরের

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...