Monday, May 5, 2025

কুৎসা-চক্রান্তের যোগ্য জবাব, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূলই ভরসা: মমতা

Date:

Share post:

চৈত্র সংক্রান্তির সন্ধেয় কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন, জয়ের পরে আবার পুজো দিতে আসব। রাজ্যে দুটি উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। আসানসোলে (Asansole) রেকর্ড ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসকদল। ফল প্রকাশের পরেই শনিবার বিকেলে কালীঘাট (Kalighat) মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার আবেদন জানাই। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তারা যেন ভাল করে পরীক্ষা দিতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে।”

এরপরই বিরোধীদের তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “সিপিএম, বিজেপি, অপপ্রচার সত্ত্বেও মানুষের আস্থা আমাদের ওপর আছে দেখে ভাল লাগছে। মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এলাম। আসানসোল শুধু জিতেছি তাই নয়, রেকর্ড ভোটে জিতেছি। আমি রাজ্যের ও দেশের সাধারণ মানুষকে বলব, বিশ্বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন। শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল দেশের তথা রাজ্যের মানুষের কাছে ভরসা। এই জয় আরও ভালো কাজ করায় অনুপ্রাণিত করবে”।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতা বার্তা দেন, “কারও প্ররোচনায় পা দেবেন না। যা অসত্য তা প্রকাশ পাবে। ভ্রান্ত ঘটনা দিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

আরও পড়ুন:রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অব্যবহৃত ২০ কোটির বেশি করোনা টিকা!

প্রথমবার লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল। সেই কথা উল্লেখ করে মমতা বলেন, জন্মলগ্ন থেকেই প্রথম আসানসোল লোকসভা নির্বাচনে জয়ী হল তৃণমূল। শুধু রেকর্ড ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী। ফল প্রকাশের পর ২ কেন্দ্রের জয়ী প্রার্থী সঙ্গেই তাঁর কথা হয়েছে বলে জানান মমতা। দু’জনকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

spot_img
spot_img

Related articles

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...