Friday, August 22, 2025

কেজরিওয়ালের বাড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৮ জনকে সংবর্ধনা দিল বিজেপি

Date:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) বাড়িতে ভাংচুরের ঘটনায় অভিযুক্ত আট বিজেপি(BJP) কর্মীকে সংবর্ধনা দেওয়া হল গেরুয়া শিবিরের তরফ থেকে। শনিবার অভিযুক্ত ওই আট বিজেপি সদস্য জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এই সংবর্ধনা দেয় দিল্লি বিজেপি(Delhi BJP) নেতৃত্ব। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনার নিন্দায় মুখর হয় গোটা দেশ। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি ঘটনায় প্রশ্ন ওঠে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে। রীতিমতো চাপের মুখে পড়ে হামলার ঘটনায় অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে তারা। এরপরই অভিযুক্তদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিজেপির তরফে টুইট করে বিষয়টি প্রকাশ্যে এনে জানানো হয়েছে, ১৪ দিন বাদে জামিনে মুক্ত আমাদের এই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হল। স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র নিন্দা করে আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলাকারীদের এই ধরনের সংবর্ধনা দিয়ে বিজেপি সারাদেশে তাদের কর্মীদের গুন্ডামি করার বার্তা দিচ্ছে।

আরও পড়ুন:Meghalaya Strom: বিধ্বংসী সাইক্লোনের তাণ্ডবে ভাঙল দু’হাজার ঘর বাড়ি

প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটিকে যখন বিজেপি শাসিত রাজ্য পুলিশের ট্যাক্স ফ্রি করার প্রবণতা দেখা দিয়েছিল, ঠিক সেই সময় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। স্পষ্ট ভাষায় তিনি জানান, ট্যাক্স ফ্রি করার কী প্রয়োজন সিনেমাটি যদি মানুষকে দেখানোরই থাকে সে ক্ষেত্রে সিনেমাটি ইউটিউবে দিয়ে দেওয়া হোক, সকলে দেখে নেবে। শুধু তাই নয়, কাশ্মীর ফাইল সিনেমাটি যে টাকা আয় করেছে সেই অর্থ কাশ্মীর থেকে বিতাড়িত পণ্ডিতদের দেওয়ার দাবি তোলেন তিনি। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে গেরুয়া শিবির এ পরই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এদিন সেই দুষ্কৃতীদের সংবর্ধনা দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version