Thursday, November 13, 2025

বালিগঞ্জ-আসানসোল তো বটেই গোটা দেশের ৫ কেন্দ্রে উপনির্বাচনে ০ পেল বিজেপি

Date:

আসানসোল(Asansol) লোকসভা, বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গোটা দেশে আজ মোট ৫ টি কেন্দ্রের উপনির্বাচনের(byPoll election) ফল প্রকাশ্যে এসেছে। আর এই উপনির্বাচনে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেল বিজেপির(BJP) বেহাল অবস্থা। রাজ্যের দুই কেন্দ্রে লজ্জার হারতো বটেই, দেশব্যাপী ৫ কেন্দ্রে শূন্য পেল বিজেপি। দেশব্যপী ৪টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে খাতাই খুলতে পারলো না বিজেপি ও তার জোট সঙ্গীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার বাইরে তিনটি রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার আর এই তিনটি জায়গাতেই অত্যন্ত খারাপ অবস্থা বিজেপির। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর আসনে জয়ের পথে কংগ্রেস প্রার্থী, ছত্তিশগড়ের খাইরগড় আসনটিও এবার দখল করতে চলেছে কংগ্রেস। শুধু তাই নয়, বিহারের একটি আসনের উপনির্বাচনে শাসক বিজেপিকে হারিয়ে দিয়েছে তেজস্বী যাদবের আরজেডি (RJD)। বিহারে বিজেপির শরিকি কোন্দলের মধ্যে আরজেডির এই জয়ও বেশ তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় এখানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ধারেপাশে ঘেঁষতে পারেনি বিজেপি প্রার্থী। ২০ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি। এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসানসোল লোকসভা কেন্দ্রে প্রায় ২ লক্ষ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। খাতায়-কলমে এখানে বিজেপি দ্বিতীয় স্থান ধরে রাখলেও ফলাফলের ব্যবধান বিশাল। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথমবার এখানে জয় পেল তৃণমূল।

আরও পড়ুন:বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ: ২ কেন্দ্রের জয়ের পরে ধন্যবাদ জানিয়ে টুইট অভিষেকের

তবে বিজেপির এই লজ্জার হারের পেছনে রাজনৈতিক মহলের দাবি, ৫ রাজ্যে নির্বাচনের আগে বিজেপি যে ‘জনদরদি’ মুখোশটা পরেছিল, নির্বাচন শেষ হওয়ার পর তা খসে পড়েছে। জনবিরোধী নীতির জেরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে হুড়মুড়িয়ে। অথচ আশ্চর্যজনক ভাবে ভয়াবহ এই মূল্যবৃদ্ধিতে নজিরবিহীনভাবে উদাসীন কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই ৫ কেন্দ্রের উপনির্বাচনে পর্যুদস্ত হতে হল গেরুয়া শিবিরকে।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version