Monday, August 25, 2025

বালিগঞ্জ-আসানসোল তো বটেই গোটা দেশের ৫ কেন্দ্রে উপনির্বাচনে ০ পেল বিজেপি

Date:

আসানসোল(Asansol) লোকসভা, বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গোটা দেশে আজ মোট ৫ টি কেন্দ্রের উপনির্বাচনের(byPoll election) ফল প্রকাশ্যে এসেছে। আর এই উপনির্বাচনে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেল বিজেপির(BJP) বেহাল অবস্থা। রাজ্যের দুই কেন্দ্রে লজ্জার হারতো বটেই, দেশব্যাপী ৫ কেন্দ্রে শূন্য পেল বিজেপি। দেশব্যপী ৪টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে খাতাই খুলতে পারলো না বিজেপি ও তার জোট সঙ্গীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার বাইরে তিনটি রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার আর এই তিনটি জায়গাতেই অত্যন্ত খারাপ অবস্থা বিজেপির। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর আসনে জয়ের পথে কংগ্রেস প্রার্থী, ছত্তিশগড়ের খাইরগড় আসনটিও এবার দখল করতে চলেছে কংগ্রেস। শুধু তাই নয়, বিহারের একটি আসনের উপনির্বাচনে শাসক বিজেপিকে হারিয়ে দিয়েছে তেজস্বী যাদবের আরজেডি (RJD)। বিহারে বিজেপির শরিকি কোন্দলের মধ্যে আরজেডির এই জয়ও বেশ তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় এখানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ধারেপাশে ঘেঁষতে পারেনি বিজেপি প্রার্থী। ২০ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি। এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসানসোল লোকসভা কেন্দ্রে প্রায় ২ লক্ষ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। খাতায়-কলমে এখানে বিজেপি দ্বিতীয় স্থান ধরে রাখলেও ফলাফলের ব্যবধান বিশাল। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথমবার এখানে জয় পেল তৃণমূল।

আরও পড়ুন:বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ: ২ কেন্দ্রের জয়ের পরে ধন্যবাদ জানিয়ে টুইট অভিষেকের

তবে বিজেপির এই লজ্জার হারের পেছনে রাজনৈতিক মহলের দাবি, ৫ রাজ্যে নির্বাচনের আগে বিজেপি যে ‘জনদরদি’ মুখোশটা পরেছিল, নির্বাচন শেষ হওয়ার পর তা খসে পড়েছে। জনবিরোধী নীতির জেরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে হুড়মুড়িয়ে। অথচ আশ্চর্যজনক ভাবে ভয়াবহ এই মূল্যবৃদ্ধিতে নজিরবিহীনভাবে উদাসীন কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই ৫ কেন্দ্রের উপনির্বাচনে পর্যুদস্ত হতে হল গেরুয়া শিবিরকে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version