Thursday, August 28, 2025

ATK Mohunbagan: ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান ব্রিগেড

Date:

এএফসি কাপের ( AFC Cup) প্রথম ম‍্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এফসিকে (Blue Star Fc) ৫-০ গোলে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। প্রতিপক্ষ ঢাকা আবাহনী (Dhaka Abahani)। এই দল সম্পর্কে কার্যত কোনও ধারণাই নেই সবুজ-মেরুন ব্রিগেডের। তাই আগের ম্যাচে পাঁচ গোলে জিতলেও ঢাকা আবাহনীর বিরুদ্ধে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাগান শিবির। বরং এই ম‍্যাচ নিয়ে কার্যত পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। তাই তো অনুশীলনে পাসিং ফুটবলের পাশাপাশি পেনাল্টি শুট আউটের দিকেও নজর রাখছে বাগান কোচ।

এএফসি কাপের প্রথম ম‍্যাচে জোড়া গোল করেছিলেন জনি কাউকো, মনবীর সিং। এবার সামনে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ সমন্ধে কোন ধারনা নেই জনি কাউকো বা মনবীরের। তাই তো আবাহনীকে নিয়ে যথেষ্ট সাবধানী দু’জনেই। ঢাকা আবাহনী নিয়ে বাগানের তারকা বিদেশি ফুটবলার বলেন,” ইউটিউবে ভিডিও দেখে প্রতিপক্ষ সম্পর্কে কিছুটা আন্দাজ পেয়েছি। এ ছাড়া আর সে ভাবে কোনও ধারণা নেই প্রতিপক্ষ সমন্ধে। এটা আমাদের কাছে সমস্যার। কারণ অচেনা দল ভয়ঙ্কর হয়। আইএসএলে বিপক্ষের ম্যাচ দেখে নামার সুবিধা ছিল। ব্লু স্টারেরও একটা ম্যাচ দেখেছিলাম। কিন্তু আবাহনীর ম্যাচ এখনও দেখিনি। শুনেছি ওদের দল শক্তিশালী। ওদের বিদেশিরাও ভালো। ফলে লড়াটা জমমে।”

ব্লু স্টারের বিরুদ্ধে  দু’গোল করা বাগানের মনবীর চান আবাহনীর বিরুদ্ধেও গোল করতে। এই নিয়ে তিনি বলেন,” ওদের রক্ষণভাগ ভাল। সেটা ভেঙে গোল করার অনুশীলন করছি। তবে গ্যালারিতে এবার আরও বেশি সমর্থককে আমরা পাব। ওরাই আমাদের অনুপ্রেরণা। সেই জন্যেই ম্যাচটা জিততে চাই। এই ম‍্যাচেও গোল করতে চাই।”

বাঙালি ফুটবলার প্রবীর দাসও চাইছেন ভালো ফুটবল খেলে বিপক্ষকে হারাতে। তাঁর আশা, হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন সমর্থকরা। এই নিয়ে প্রবীর বলেন, “হয়তো ৩-২ বা ২-১ ব্যবধানে জিততে পারি। তবে দলের যা অবস্থা তাতে জেতার ব্যাপারে আশাবাদী। আমাদের পুরো দল ছন্দে রয়েছে।”

আরও পড়ুন:ফের আন্তর্জাতিক স্তরে পদক জয় বলিউড অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবনের

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version