Friday, November 7, 2025

এসপি এবং ডিআইজি র‍্যাঙ্কের অফিসারদের এবার কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক হচ্ছে

Date:

নবনীতা মন্ডল, নয়াদিল্লি :

এসপি এবং ডিআইজি পদমর্যাদার অফিসারদের ক্ষেত্রে এবার কেন্দ্রীয় ডেপুটেশনে থাকা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমপ্যানেলমেন্ট পদ্ধতি বাতিল করে দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের আরো এক নতুন সিদ্ধান্ত । সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রস্তাব, কোনও আইপিএস অফিসার এসপি বা ডিআইজি র‍্যাঙ্কে যদি কেন্দ্রীয় সরকারি ডেপুটেশনে না আসেন, তাহলে বাকি কর্মজীবনে তাঁকে আর কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুযোগ দেওয়া হবে না। আর ইতিমধ্যেই এই মর্মে প্রস্তাবও পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে।

ক্যাডার বিধি পরিবর্তন করে আইএএস এবং আইপিএস অফিসারদের বদলির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে রাজ্যের মতামতকে কার্যত উপেক্ষা করা হয়েছে।পরিবর্তিত ক্যাডার বিধিতে আইএএস দের পাশাপাশি আইপিএসদেরও নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় মোদি সরকার বলেই মনে করা হচ্ছে। নতুন যে প্রস্তাব পাঠানো হয়েছে, সেখানেও রাজ্যের মতামত গুরুত্ব পাবে না বলেই আশঙ্কা করছে বিরোধী শিবির। যদিও,কেন্দ্রীয় সরকারের পক্ষে দাবি করা হয়েছে, শূন্যপদগুলি পূরণের জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সশ্বস্ত্র পুলিশ বাহিনী এবং নানান বাহিনীতে এসপি এবং ডিআইজি রাঙ্কে প্রায় ৫০ শতাংশ শূন্যপদ পড়ে রয়েছে। আর সেগুলি দ্রুত পূরণ করতেই এই প্রস্তাব কার্যকর করতে চায় মোদি সরকার। প্রসঙ্গত , বর্তমান বিধি অনুযায়ী, আইজি পদ মর্যাদা পর্যন্ত অন্তত তিন বছর কেন্দ্রীয় ডেপুটেশনে না থাকলে তাঁকে কেন্দ্রীয় সরকারে বদলির জন্য এমপ্যানেল করা হয় না।

যে পরিমাণে শূন্যপদ রাজ্যগুলিতে পড়ে রয়েছে তাতে, এসপি এবং ডিআইজি ব্যাংকের অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো রাজ্যগুলির পক্ষে সম্ভব নয় । তবে আইজি পদটি তুলনায় কম থাকায় সেই পর্যায়ে ছেড়ে দেয় রাজ্যগুলি। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময়ে,খরচ কমাতে প্রতিটি ব্যাচে আইপিএসের সংখ্যা ৮০-৯০ থেকে কমিয়ে ৩৫-৪০ করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারি সূত্রের দাবি, গড়ে প্রতিটি ব্যাচে এখন আইপিএসের সংখ্যা ৩৬, যেখানে প্রতি বছর অবসর নেন গড়ে ৮৫ জন আইপিএস অফিসার।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version