পানিহাটি তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার আরও ১

0
1

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। ধৃতের নাম ধনঞ্জয় কুমার। বিহারের পটনা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।জানা গেছে, ধনঞ্জয়ই তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় অস্ত্র সরবরাহ করেছিল।ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন: পরোকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে বেঘোরে প্রাণ হারালেন নৃত্যশিল্পী


পুলিশ সূত্রের খবর , তাঁকে পটনা থেকে গ্রেফতার করে রাজ্যে আনা হয়। ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের অফিসাররা ধনঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেছে। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ৬ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।


প্রসঙ্গত, গত ১৩ মার্চ খুন হন পানিহাটি ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম। সেই খুনের তদন্তে নেমে এ পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।