Monday, November 17, 2025

বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত বাবন-সহ ৭ জনকে গ্রেফতার পুলিশের

Date:

বেহালাকাণ্ডের খবর পেতেই ঘটনার মূল অভিযুক্ত বাবন ওরফে সোমনাথ চট্টোপাধ্যায়ের পরিবারকে বাবনকে পুলিশের কাছে সারেন্ডারের নির্দেশ দেন বেহালার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কিন্তু তা না করে গা ঢাকা দেয় বেহালাকাণ্ডে অভিযুক্ত সোমনাথ-সহ আরও ৭ জন। রবিবার তাদের হাওড়ার গ্রামীণ এলাকার জয়পুরে একটি খামার বাড়ি থেকে গ্রেফতার করে লালবাজার গোয়েন্দা বিভাগের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা। রবিবারই তাঁদের আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের মোবাইল ফোন ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।


আরও পড়ুন:হাঁসখালিকাণ্ডে অভিযুক্তদের DNA পরীক্ষার নমুনা দিল্লিতে পাঠাল CBI


পুলিশ  সূত্রের খবর, ঘটনার পরই গাড়িতে করে ওড়িশার বালেশ্বরে পালিয়ে যান বাবন। প্রথমে বারাসতের উদ্দেশ্যে রওনা হয়ে ওড়িশার বালেশ্বরে পালিয়া যান বাবন সহ বাকি ৬ জন অভিযুক্ত। সেখানে একদিন থাকার পর তিনি তার সঙ্গীদের নিয়ে খড়্গপুর চলে যান, সেখান থেকে আবার দিঘায় চলে আসেন তিনি। দিঘা একদিন থাকার পর তিনি হাওড়া গ্রামীণ এলাকায় জয়পুরে চলে আসেন। সেখানে তাঁরা বন্ধুর এক ‘ফার্ম হাউসে’ ছিলেন। সেখান থেকেই তাঁদের গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশকে ফাঁকি দিতেই এই গোটা প্রক্রিয়ায় মধ্যে বহুবার সিম ও গাড়ি বদল করেন তাঁরা। সেকারণেই ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পাঁচদিন সময় লাগে পুলিশের।

প্রসঙ্গত বেহালায় গতও বৃহস্পতিবার চুকমেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বচসা থেকে প্রথমে শুরু হলেও তা পরে হাতাহাতিতে পৌঁছে যায়। ভাঙচুর হয় তৃণমূলের একটি পার্টি অফিস। এরপর অশান্তি আরও চরমে ওঠে। এলাকায় দিনভর জারি ছিল উত্তেজনা। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় বাবন।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version