Thursday, August 21, 2025

বৈশাখের শুরুতেই তাপমাত্রা দাবদাহে পুড়ছে রাজ্যবাসী। গরমের দাপটে ঘেমেনেয়ে একসার সকলেই। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টির কোনও লক্ষণই নেই দক্ষিণে। তবে এরই মধ্যে স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,উইকএন্ডেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আরও পড়ুন: Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার কারণেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি আবহবিদরা জানিয়েছেন, প্রবল তাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

শনিবারই, তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি দিয়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়।যদিও বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে গরমের দাপটে ওষ্ঠাগত মানুষ। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় প্রচণ্ড গরমে কাহিল স্থানীয় বাসিন্দারা।
রবিবার কলকাতায় পরিষ্কার আকাশ। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version