দিদি অর্চিতা প্যাটেলের (Archita Patel)উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন ভাই হর্ষল প্যাটেল (Harshal Patel )।দিন আটেক আগে দিদিকে হারিয়েছেন হর্ষল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হর্ষলের দিদি। দিদির মৃত্যুর খবর শুনেই আইপিএল প্রতিযোগিতা মাঝেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ছিলেনন তিনি। আর এবার দিদি উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন হর্ষল। যা মন কেড়েছে নেটিজেনদের। নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় হর্ষল লেখেন,” তুমি আমাদের জীবনে অন্যতম দয়ালু ও সবচেয়ে হাসিখুশি মানুষ ছিলে। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছ। কিন্তু তোমার মুখের বড় হাসিটা কখনও যায়নি। ভারতে ফেরার আগে আমি যখন তোমার সঙ্গে হাসপাতালে ছিলাম, তুমি আমাকে বলেছিলে, খেলায় ফোকাস করতে, তোমাকে নিয়ে যেন আমি চিন্তা না করি। এমনটা বলে ছিলে বলেই আমি গত রাতে মাঠে নামতে পেরেছিলাম। আমি এখন শুধু তোমাকে স্মরণ করতে পারি সম্মান জানাতে পারি। তোমাকে গর্বিত করার জন্য সব কিছু করব আমি। জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অভাব অনুভব করব। সে ভাল সময় হোক বা খারাপ সময়। আমি তোমাকে খুব ভালবাসি। শান্তিতে ঘুমিও জাদি।”
আরও পড়ুন:I-League: আইলিগে ফিরছে দর্শক, ২২ এপ্রিল থেকে মাঠে বসেই দলকে সমর্থন করতে পারবেন তারা