Tuesday, May 20, 2025

অসমেও এবার ‘মমতা ম্যাজিক’: বড় চমকের পথে তৃণমূল, বার্তা সুস্মিতার

Date:

দিন দশেকের মধ্যেই বিজেপি শাসিত অসমে(Assam) বড় চমক দিতে চলেছে তৃণমূল(TMC)। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বার্তা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)। তাঁর দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অসমে কংগ্রেসের(Congress) গুরুত্বপূর্ণ বহু নেতা যোগ দিতে পারেন বাংলার শাসকদলে। আর এখানেই রয়েছে একের পর এক চমক।

অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা রবিবার কলকাতায় এসে যোগ দিয়েছেন তৃণমূলে। এহেন নেতার কংগ্রেস ত্যাগ ও তৃণমূলে যোগদান নিঃসন্দেহে ঘাসফুল শিবিরের কাছে বড় সাফল্য। এই যোগদান যে অসমে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে তুলবে তেমনটাই জানান সুস্মিতা। তিনি বলেন, “আগামী দিন দশেকের মধ্যে আরও ‘দিদি ম্যাজিক’ অপেক্ষা করছে। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে তাঁদের দলে যোগদান করানোর বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী দিন দশেকের মধ্যেই গুয়াহাটিতে তাঁদের তৃণমূলে যোগদান করানো হবে।” একইসঙ্গে তিনি বলেন, “মমতাদির নেতৃত্বে অসমের মানুষ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান।”

আরও পড়ুন:রাজ্যে আরও জেলা বাড়ানোর পরিকল্পনা, কেন্দ্রের কাছে IAS-IPS চাওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

২১শের নির্বাচনে রাজ্যে বিপুল সাফল্যের পর উত্তরপূর্বের রাজ্যগুলির পাশাপাশি গোটা দেশে সংগঠন বিস্তারে মনোনিবেশ করেছে তৃণমূল। ইতিমধ্যেই ত্রিপুরা, অসম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। সেই পথ ধরেই এবার অসমে ‘খেলা’ শুরু করল তৃণমূল। চলতি সপ্তাহেই অসমের গুয়াহটিতে দফতর খুলতে চলেছে তৃণমূল। এখান থেকেই চলবে অসম তৃণমূলের যাবতীয় কাজকর্ম। কংগ্রেস থেকে আসা নেতাদের যোগদানও করানো হবে এই দফতর থেকে। আগামী বছর ত্রিপুরা ও মেঘালয়ে রয়েছে বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্য সর্বশক্তি সিয়ে লড়াইয়ে নামবে ঘাসফুল শিবির। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও অসমের অবকটি আসনে প্রার্থী দিতে এখন থেকে মাঠে নামে পড়ল তারা।




Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version