স্বামীজির নামে রাস্তার নামকরণ হল শিকাগোতে

0
1

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি রাস্তার নামকরণ করা হল স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নামে। (Chicago art institute, America) শিকাগো আর্ট ইনস্টিটিউট -এর বাইরের সরণিটি স্বামীজির নামে উৎসর্গ করা হল । রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন পরিবেশ প্রধান এরিক সোলহেইম নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি দিয়ে এই খবরটি প্রকাশ করেছেন। শিকাগো শহরে স্বামীজির সেই ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করে এই লেনটি তাঁর নামে উৎসর্গ করা হল।

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলনের সময় শিকাগো আর্ট ইনস্টিটিউট -এর উদ্বোধন হয়। সেদিনই স্বামী বিবেকানন্দ তাঁর প্রথম সংক্ষিপ্ত ভাষণটি দিয়েছিলেন। তিনি সেদিন ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর সেই কালজয়ী, যুগোত্তীর্ণ, ঐতিহাসিক বক্তৃতার কথা আজও বিশ্ববাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ব্যতিক্রম নন শিকাগোবাসীও । প্রতিটি মানুষের হৃদয়ে এখনো স্বামীজির সেই ভাষণ অনুরণিত হচ্ছে বলে রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন পরিবেশ প্রধান জানিয়েছেন। তাই স্বামীজিকে স্মরণ করে এই শুভ উদ্যোগ বলে জানানো হয়েছে।