খাতায় কলমে বিজেপি সাংসদ(BJP MP) হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দ্বিতীয়বার ভাবেন না সুব্রহ্মণ্যম স্বামী(subramanian swami)। খোদ প্রধানমন্ত্রী নরেদ্র মোদির(Narendra modi) কড়া সমালোচক হিসাবেও পরিচিত তিনি। এহেন সুব্রহ্মণ্যম ফের একবার তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গত ৮ বছরে দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মোদি সরকার।

মঙ্গলবার রীতিমতো আক্রমণাত্মক সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে টুইটারে সুব্রহ্মণ্যম লেখেন, “গত ৮ বছরে আমরা দেখেছি মোদি আর্থিক উন্নতির লক্ষ্যপূরণ করতে পারেননি। বরং ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার কমতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তাও ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। মোদি চিন সম্পর্কেও অজ্ঞ। সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে, সেটা কি উনি জানেন?” নিজ দলের সাংসদের এহেন আক্রমণের মুখে পড়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি। অবশ্য মোদিকে তোপ দেগে সুব্রহ্মণ্যমের এহেন আক্রমণ এই প্রথমবার নয়, অর্থনীতি থেকে মোদির বিদেশনীতি এমনকি করোনা পরিস্থিতিতেও মোদি সরকারের জন বিরোধী নীতির তীব্র সমালোচনা করে গিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।
