Thursday, August 28, 2025

হনুমান জয়ন্তীর(Hanuman Jayanti) শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির(Delhi) জাহাঙ্গিরপুরী(Jahangirpuri) এলাকায় হিংসার ঘটনায় এবার এলো বাংলা যোগ। ইতিমধ্যেই এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে উঠে এলো বাঙালির নাম, এদের একজন সুখেন সরকার ও অপর জন সুরেশ সরকার। এর পাশাপাশি ঘটনার অন্যতম অভিযুক্ত মহম্মদ আসলামের বঙ্গ-যোগের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এই আসলাম হলদিয়ার ডোকারের বাসিন্দা। পাশাপাশি আরও দুই অভিযুক্ত সোনু শেখ ও আনসার শেখও হলদিয়ারই(Haldia) বাসিন্দা।

জানা গিয়েছে, সোনু ও আসলাম হলদিয়ার ধনী পরিবারের সন্তান। তার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে গুলি চালানোর। করোনা ও লকডাউনের সময়ে সে হলদিয়াতে ছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ২০২০ সালের দাঙ্গায় তার নামে এফআইআর(FIR) দায়ের হয়। যদিও আসলামের পরিবারের তরফে জানানো হয়েছে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। সকল অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশের ১৪ টি তদন্তকারী দল। জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে বাংলাতেও আসতে পারেন তদন্তকারীরা।

আরও পড়ুন:উপনির্বাচনে গোহারার পর ফের বঙ্গ বিজেপির কামিনী-কাঞ্চন নিয়ে সরব তথাগত

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি গোষ্ঠীর দাবি, শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথর ছোঁড়া শুরু করে। অপর গোষ্ঠীর আবার দাবি, শোভাযাত্রা থেকেই স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালানো হয়, মসজিদে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। জানা গিয়েছে, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই ঘটনাতেই এবার মিলল বাংলা যোগ।




Related articles

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...
Exit mobile version