Saturday, August 23, 2025

সোনিয়ার সঙ্গে ফের বৈঠক, ২৪-এর যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন পিকে!

Date:

একের পর এক বৈঠক। মাত্র ৩ দিনে এই নিয়ে দু’বার সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) বাসভবনে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। যদিও লাগাতার বৈঠকেও স্পষ্ট হলো না কংগ্রেস পিকের রসায়ণ। পেশাদার ভোট কুশলী হয়েই কংগ্রেসকে(Congress) সহায়তা করবেন প্রশান্ত কিশোর নাকি সরাসরি কংগ্রেসে যোগদান করবেন সে নিয়ে রয়েই গেল ধোঁয়াশা।

গত সোমবার সোনিয়া গান্ধীর বাসভবনে রাহুল, প্রিয়াঙ্কা, চিদাম্বরম, বেণুগোপাল, সুরজেওয়ালা, জয়রাম রমেশদের প্রায় চার ঘণ্টার এক প্রেজেন্টেশন দেন পিকে। যেখানে ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যভিত্তিক কী কী সমীকরণ হওয়া উচিত, তা উপস্থাপন করেন তিনি। সূত্রের খবর, এরপর মঙ্গলবার কংগ্রেস হাইকমান্ডকে একাধিক প্রস্তাব দেন প্রশান্ত। সেখানে বঙ্গে কংগ্রেসের সংগঠন মজবুত করতে এবং বিজেপিকে হারাতে সিপিএমের পরিবর্তে তৃণমূলের সঙ্গে চলার পরামর্শ দেন। জানা গিয়েছে পিকে এহেন পরামর্শে সহমত পোষণ করেছেন রাহুল। যদি একের পর এক বৈঠকে কংগ্রেসের সঙ্গে সমীকরণ কি হতে চলেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এবং বৈঠক শেষে পিছনের দরজা দিয়ে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলে যান প্রশান্ত কিশোর।

এর পাশাপাশি কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের সাংগঠনিক ক্ষেত্রে এদিন ব্যাপক রদবদল এর কথা বলেন প্রশান্ত কিশোর। যত দ্রুত সম্ভব সভাপতি নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়। সেইসঙ্গে দলের যোগাযোগ বিভাগের খোলনলচে বদলের প্রস্তাব করেন তিনি। এছাড়াও সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বার্তা ও কর্মসূচির প্রচার এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক স্থাপনের কৌশলের বিষয়ও জানান তিনি।

আরও পড়ুন- মাইকের শব্দ যেন বাইরে না আসে, সাম্প্রদায়িক অশান্তি রুখতে নয়া নিদান যোগীর

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...
Exit mobile version