করোনা অতিমারি যেখানে গোটা দেশের দুঃসময় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মৃত্যুর কোনও জাতপাত হয় না। তবুও শিক্ষা নেয়নি দেশ। এখনও জাতপাতের লড়াই ভালমতো মাথাচাড়া দিয়ে উঠছে আধুনিক ভারতে। যে দেশে রাম রহিমের মধ্যে বিভেদ নীতি গ্রহণ করে ভোটব্যাংক ভরা হয় সে দেশে উচ্চবর্ণ বা নিম্নবর্ণের বিভেদকে জারিত করে রাখা লাভজনক তো বটেই। ফের লজ্জা জনক এক ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বেরেলি। সেখানে এক দলিত সম্প্রদায়ের নাবালকের উপর অকথ্য অত্যাচার চালাল উচ্চবর্ণের কয়েকজন যুবক (Dalit)। তাঁকে মারধোর তো করা হলই সেই সঙ্গে একজনের পা চাটতেও বাধ্য করা হয়। ঘটনার ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে প্রসাশন। ছিছিক্কার পড়ে গেছে গোটা নেট দুনিয়ায়। এই জঘন্যতম কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ওই নাবালক (Uttar Pradesh- Dalit) দশম শ্রেণীর ছাত্র । ভিডিওতে দেখা গেছে কয়েকজন যুবক ওই কিশোরকে ঘিরে ধরে রয়েছে । তাঁকে কান ধরে মাটিতে বসিয়ে রাখা হয়েছে । ছেলেটির সঙ্গে রীতিমতো হুমকির সুরে কথা বলছে ওই যুবকদের দল। তাঁরা হাসছে এবং ওই নাবালক কিশোর ভয় কাঁপছে। এরপর মোটর সাইকেলে বসে থেকে এক অভিযুক্তের পা চাটতে বলা হয় তাঁকে। মারধরের ভয় সেই নাবালক কিশোরটি তাই করে।

আরও পড়ুন: জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা, বাড়তি নিরাপত্তার আবেদন ৫ তৃণমূল নেতার

জানা গেছে, অভিযুক্ত যুবকেরা ঠাকুর সম্প্রদায়ভুক্ত। ঠাকুর সম্প্রদায় উত্তরপ্রদেশে উচ্চবর্ণের মধ্যে পড়ে কেন এই ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে জানা গেল দলিত সম্প্রদায়ের ছেলেটির মা ওই যুবকদের মধ্যে একজনের পারিবারিক জমিতে দিনমজুরের কাজ করে। মায়ের হয়ে ছেলেটি এসেছিল পারিশ্রমিক নিতে। এটাই ছিল তাঁর অপরাধ। সেই অপরাধেরই সাজা হল। অমানবিক অকথ্য অত্যাচারের শিকার হল ছেলেটি। ভিডিওটা ভাইরাল হওয়ার পর পুলিশ ব্যবস্থা গ্রহণ করে । ঘটনাটি ঘটেছে আগামী ১০ এপ্রিল ।নাবালকের অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ একাধিক মামলা রুজু করেছে।