বন্যপ্রাণী মৃত্যু কিছুতেই যেন আটকানো যাচ্ছেনা। চিতাবাঘ মৃত্যুর খবর আগেই এসেছে। এবার বাইসনের(Bison) মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।ডুয়ার্সের চা বাগান (Tea garden in Dooars) লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল তিনটি বাইসনের(bison) মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি চা-বাগানে(Haldibari tea garden)।