Sunday, November 16, 2025

মায়ের হাত ধরেই শুরু পথচলা। ছোটবেলা থেকেই নানারকম ডিবেটে অংশ নিতে উৎসাহ জাগিয়েছিল মা।থিয়েটার, সাঁতার, ডিবেট ,পাবলিক স্পিকিং ফোরামে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গেই সমান গুরুত্ব দিয়ে চলছিল পড়াশুনোও। স্কুলের মার্কশিটে প্রথম সারির ছাত্রদের তালিকাতেই সবসময় নাম থাকত সৌমাল্যর। এইসবের মধ্যেই গ্ল্যামার ওর্য়াল্ডের সঙ্গে যোগাযোগ। ভালোলাগা থেকেই মডেলিং জগতে পা। আর তারপর ধীরে ধীরে উন্নতির শিখরে উঠে জিতে নিল মিস্টার কলকাতার খেতাব।



আরও পড়ুন: WHO প্রধানের নতুন নাম দিলেন মোদি, টেড্রোস হলেন ‘তুলসীভাই’


মাত্র ১৯ বছর বয়স সৌমাল্যর। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। নববর্ষের আগে হঠাৎই মাসি মিস্টার কলকাতাতে অডিশনের ফর্ম এনেছিল। কিন্তু ফর্ম জমা দিলেও তখনও বিশ্বাস হয়নি মিস্টার কলকাতার খেতাব পাবে  সৌমাল্য। ১ হাজার ফর্মের মধ্যে ২০ জনের সিলেকশনে তাঁর নাম উঠে আসে। তারপর আরও তিন রাউন্ড। সেখানেও ভালোভাবে উত্তীর্ণ হয় সৌমাল্য। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। যেখানে ৫ জনের মধ্যে বাছাই করে নেওয়া হয় সৌমাল্য বিশ্বাসকে। বিভিন্ন ডিবেটে অংশ নিলেও মডেলিং জগতে সেভাবে কোনও অভিজ্ঞতা না থাকায় সৌমাল্যকে মোস্ট ট্যালেন্টেড মিস্টার কলকাতার খেতাব দেওয়া হয়। যা তাঁর জীবনে এক অন্যতম সাফল্য এনে দিয়েছে।




বছর ১৯-এর সৌমাল্য এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে। কিন্তু মিস্টার কলকাতা খেতাব জয়ের পর তাঁর জীবন খানিকটা হলেও পাল্টেছে। এখন বিশ্ববাংলা সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমাল্য জানান, ‘A rolling stone gathers no moss’। জীবনে যখন আচমকাই এতটা সাফল্য এসেছে, তখন তাকে কাজে লাগাতে চায় সৌমাল্য। তাই এখন পড়াশুনোর পাশাপাশি মডেলিং ও বিনোদন জগতেও সাফল্য পেতে চায় সে। সফলতার শিখরে এখনও পৌঁছনো বাকি। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে আগ্রহী সে। প্রথমে যদি তা না আসে, তাতে কুছ পরোয়া নেহি। সৌমাল্যর কথায়, ‘আমরা কখনও হারি না। বরং প্রতিটা পদক্ষেপ মানুষকে নতুন শিক্ষা দেয়।’

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version