Monday, May 12, 2025

মারিয়ুপোলকে অবরুদ্ধ করো, যাতে একটা মাছিও না গলতে পারে: হুঙ্কার পুতিনের

Date:

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ইউক্রেনের শহর মারিয়ুপোলকে স্বাধীন বলে ঘোষণা করেছে রাশিয়া(Russia)। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পুতিনকে জানান ইউক্রেনের বন্দর শহর এখন মস্কোর দখলে। এই খবর শোনার পর এদিন কার্যত হুঙ্কার দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। জানিয়ে দিলেন, ‘ওই শিল্পাঞ্চলকে অবরুদ্ধ করে দেওয়া হোক। যাতে একটা মাছিও না গলতে পারে।’

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান, “মারিয়ুপোলকে ‘সফল ভাবে মুক্ত’ করতে পেরে আমি গর্বিত। মারিয়ুপোলের ‘মুক্তি’ রুশ সেনার জন্য বড় সফলতা।” একইসঙ্গে তিনি জানান, “ওই সমাধিক্ষেত্রে আর হামাগুড়ি দেওয়ার কোনও প্রয়োজন নেই। বরং ওই শিল্পাঞ্চলকে অবরুদ্ধ করে দেওয়া হোক। যাতে একটা মাছিও না গলতে পারে।”

আরও পড়ুন:৪ ধর্ষণ-মামলার পরে কি গাংনাপুরকাণ্ডেও নজরদারিতে দময়ন্তী? আগামিকাল সিদ্ধান্ত হাইকোর্ট

উল্লেখ্য, ইউক্রেনের এই শহরটিতে একটি ইস্পাত কারখানা রয়েছে। পুতিন তাঁর বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করে নেয়। আর মারিয়ুপোল দখল হওয়ার ফলে ২০১৪ সাল থেকে ‘স্বাধীন’ ক্রাইমিয়া যাওয়ার পথ সুগম হল রুশ বাহিনীর। এই বন্দর শহরের দখল পেতে গত দু’মাস মরিয়া চেষ্টা চালিয়েছে পুতিন-বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এদিন জানান, ওই প্ল্যান্টের ভিতর রয়েছে প্রায় ২০০০ ইউক্রেনীয় সেনা। অন্যদিকে, রাশিয়ার হামলায় এই শহরে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এএফপি-র রিপোর্টে দাবি করা হয়েছে, কেবল বুচায় লাশের পর লাশ পড়ে আছে।




Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version