Thursday, December 25, 2025

কামিনী কাঞ্চন: বিজেপিতে চলা টাকার খেলার তদন্ত করুক ইডি, দাবি কুণালের

Date:

Share post:

রাজ্যের একের পর এক নির্বাচনে গোহারা হারছে বিজেপি(BJP)। দলের অন্দরের কোন্দল চরম আকার নিয়েছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি ও পরিযায়ি বিজেপিতে ল্যাজে গোবরে গেরুয়া শিবিরকে সামাল দিতে নাজেহাল অবস্থা শীর্ষ নেতৃত্বের। এহেন পরিস্থিতিতে ফের একবার ‘কামিনী কাঞ্চন’ তত্ত্ব জোরালো হয়ে উঠেছে রাজ্য বিজেপিতে। এই ইস্যুতেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে সরব হয়ে উঠলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, যদি বিজেপিতে টাকার খেলা হয়ে থাকে তবে তা আর্থিক তছরুপ মামলার আওতায় পড়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিৎ এর তদন্ত করা।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, বিজেপিতে কামিনী কাঞ্চনের অভিযোগ প্রথমবার নয়। দলের এক সিনিয়ার নেতা সহ অনেকেই এই অভিযোগ তুলেছেন। কামিনী নিয়ে আমার কিছু বলার নেই। সেটা ওদের নিজস্ব ব্যাপার। তবে কাঞ্চন নিয়ে বারবার বিজেপিতে যে অভিযোগ উঠছে ইডির উচিৎ এবিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত করা। এই ধরনের অভিযোগ আর্থিক তছরুপ মামলার আওতায় পড়ে ইডি কেন এই অভিযোগের তদন্ত করবে না। যে টাকার খেলা বিজেপির ভেতর চলছে ইডি-সিবিআইয়ের উচিৎ এবিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা। উল্লেখ্য, ২১-এর বিধানসভা নির্বাচনে গোহারা হারের পর তথাগত রায় সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন। এরপর থেকে বারবার একাধিক নেতা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে এই অভিযোগ তুলেছেন। এই ঘটনারই তদন্তের দাবিতে এবার সরব হলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে পা রাখতেই বিপুল বিনিয়োগের ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পাওয়ারহাউজ’ বললেন বরিস

অন্যদিকে, অন্তদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিতে বৃহস্পতিবার মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সুকান্তর অভিজ্ঞতা কম, সবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ওঁর জানা উচিত যাঁরা এত দিন আন্দোলন করেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া জরুরি।” বিজেপির এহেন মুষলপর্ব প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ বলেন, “বিজেপিতে শুধু আদি-নব্য নয়, আদি-তৎকাল-পরিযায়ীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এটা যে হবে, সেটা আমরা অনেক আগেই বলেছি। এই বিজেপি বাংলায় রাজনীতি করার যোগ্য নয়। তাই বাংলার মানুষ বিজেপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। নিজজের হাসির খোরাক করছে।”




spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...