বীরভূমে বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার বিশালকায় পাইথন

বীরভূমে বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার বিশালকায় পাইথনবীরভূমের রাজনগরে গাংমুড়ি-জয়পুর অঞ্চলের পাহাড়িগোড়া গ্রামে  বাড়ির পাশের জঙ্গল থেকে বিশালকায় পাইথন উদ্ধার হয়েছে।  অজগরটি লম্বায় ১১ ফুট,  ওজন ২১ কেজি। রাজনগর রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করেন পাইথনটিকে। গ্রামের মানুষরাই পাইথনটিকে দেখতে পান। খবর দেওয়া হয় রাজনগর বন দফতরকে। বন দফতরের কর্মীরা  ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।  মনে করা হচ্ছে গভীর জঙ্গলে খাবারে অভাবে পাইথনদুটি বাইরে বেরিয়ে এসেছিল।  খাবারের খোঁজে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।  উদ্ধারের পর অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।