দুই সপ্তাহ ভর্তি থাকার পর এসএসকেএম হাসপাতাল থেকে আজই ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। হাসপাতাল থেকে ছুটি পেলেও পুরোপুরি বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনুব্রত মণ্ডলের করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের খবর, একটি আর্টারিতে ৭০% ও অন্যটিতে ৬০% ব্লক রয়েছে তাঁর।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের (Anubrata Mondal)। তবে সেদিনই শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে পৌঁছান অনুব্রত মণ্ডল। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনুব্রত মণ্ডল সিবিআইয়ের থেকে সশরীরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চেয়েছিলেন। দিনভর নানান শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর এসএসকেএমের (SSKM) উর্বান ব্লকে ভর্তি হন তৃণমূল নেতা। গত বুধবার এসএসকেএমের উঠবেন ব্লক থেকে বেরিয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমের অ্যানেক্স রামরিক হাসপাতলে।