Monday, November 10, 2025

নিম্নমানের খাবার, প্রতিবাদ করায় বহিরাগত এনে বেধড়ক মার হোস্টেলের ছাত্রদের

Date:

দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে হোস্টেলে। হোস্টেল সুপারের কাছে এ নিয়ে  অভিযোগ জানাতে গিয়ে বেধড়ক মার খেতে হল আবাসিক ছাত্রদের। পূর্ব বর্ধমানের মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হোস্টেলে এই তাণ্ডবের ঘটনা ঘটেছে।  অভিযোগ  উঠেছে বহিরাগতদের নিয়ে এসে হোস্টেলের আবাসিক  ছাত্রদের মারধর করা হয়েছে।

পড়ুয়াদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এখানে খারাপ খাবার দেওয়া হয়। বার বার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। মেমারির এই হোস্টেলে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্ররা  থেকে পড়াশোনা করেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ছাত্ররা খাবারের মান নিয়ে  ফের অভিযোগ জানাতে যান  আল আমিন মিশন অ্যাকাডেমির মেমারি শাখার দায়িত্বপ্রাপ্ত সুপার হাসিবুল রহমান আলমের কাছে। ছাত্রদের দাবি, সুপার কিছুতেই তাদের দাবি মানতে চাননি। উল্টে ধমকি এবং ভয় দেখানো হয়। তার পরেই সুপার  বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হোস্টেলে তাণ্ডব চালানোর নির্দেশ দেন।   একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের লাঠি,  রড, চেন  দিয়ে মারধর করা হয়। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলে জানা গিয়েছে।  তাদের মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version