I-League: শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র মহামেডানের

দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে মহামেডান। একের পর এক গোলের সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত ৭৪ মিনিটে সফল হয় ব্ল্যাক প্যান্থাররা।

আই লিগের (I-League) চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করল সাদা-কালো।

প্রথমার্ধে ৬ মিনিটে ডেভিড মুনোজের গোলে এগিয়ে যায় শ্রীনিধি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলদাতা ওগানা। দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে মহামেডান। একের পর এক গোলের সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত ৭৪ মিনিটে সফল হয় ব্ল্যাক প্যান্থাররা। নিকোলা স্টোজানোভিচের পাস থেকে ফয়জল আলি গোল করে ব্যবধান ২-১ করেন। খেলার শেষ মিনিটে মহামেডানের পরিত্রাতা হয়ে দাঁড়ান সুজিত সাধু। নিকোলার কর্নার থেকে গোল করে মহামেডানের এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি। ম্যাচের পর মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন,  “দু’গোলে পিছিয়ে পড়ার পর বিরতিতে ছেলেদের বলি, তোমরা ঠিক পারবে ম্যাচে ফিরে আসতে। দ্বিতীয়ার্ধে দল ভাল খেলেছে। গোলের সুযোগ নষ্ট করায় ম্যাচটা আমরা জিততে পারিনি।”

আরও পড়ুন:Mohunbagan: ১৫ দিনের মধ্যে সভাপতি চূড়ান্ত করতে চায় মোহনবাগান