Mohunbagan: ১৫ দিনের মধ্যে সভাপতি চূড়ান্ত করতে চায় মোহনবাগান

এদিকে, আগামী মাসে এএফসি কাপে মোহনবাগানের ম্যাচ দুপুর দুটোয় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। সচিব বললেন, ‘‘আমরা এএফসি-র কাছে আবেদন করব ম্যাচের সময় বদলের।

দিন পনেরোর মধ্যে ক্লাবের সভাপতি চূড়ান্ত করে ফেলতে চায় মোহনবাগানের ( Mohunbagan) নতুন কার্যকরী কমিটি। নির্বাচনের পর শনিবারই ছিল প্রথম বার্ষিক সাধারণসভা। সেখানে আগের কার্যকরী কমিটিতে নেওয়া সিদ্ধান্তগুলি সদস্যদের জানানো হয়। পাশাপাশি ২০২০-২১ আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাবও পাস হয়। হিসেবে ৫১ লক্ষ টাকার ঘাটতি দেখানো হয়েছে।

সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানান, ১৫ দিনের মধ্যে সভাপতির নাম চূড়ান্ত করার চেষ্টা চলছে। ১৫ মে-র মধ্যে ক্লাব তাঁবু সংস্কারের কাজ শেষ হয়ে যেতে পারে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিলে তাঁবুর উদ্বোধন হবে। তবে চুনী গোস্বামী নামাঙ্কিত ক্লাবের গেট তৈরিতে একটু সময় লাগবে। এদিন ক্লাব সচিব আরও বলেন, মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। আর্থিকভাবে ক্লাবকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগও নিচ্ছে রঞ্জন বোসের নেতৃত্বাধীন প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি। সদস্য কার্ড এখন থেকে একটাই হবে। সদস্য চাঁদা অনলাইনে আদায় হবে। তার জন্য সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির ব্যবস্থা নেওয়া হবে। ক্লাবের ওয়েবসাইট, ট্যুইটার, ফেসবুকও দ্রুত চালু করবে ক্লাব। এদিকে, আগামী মাসে এএফসি কাপে মোহনবাগানের ম্যাচ দুপুর দুটোয় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। সচিব বললেন, ‘‘আমরা এএফসি-র কাছে আবেদন করব ম্যাচের সময় বদলের। মে মাসে কখনও দুপুর দুটোয় ফুটবল খেলা হয় না। এটা কাশ্মীর নয়।’’

আরও পড়ুন:KKR: ফের হার কেকেআরের, ৮ রানে জয় হার্দিকের গুজরাতের

 

 

Previous articleপ্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরছেন অধীর রঞ্জন চৌধুরী!v
Next articleI-League: শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র মহামেডানের